পারমাণবিক হামলা ঠেকাতে গোপন শহর বানিয়েছে ফিনল্যান্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির মাটির তলায় পারমাণবিক বা যেকোন যুদ্ধকালীন পরিস্থিতিতে আশ্রয় নেবার জন্য একটি গোপন শহর বানিয়েছে ফিন্নিশরা।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এ শহরে আছে সড়ক, খেলার মাঠ, সুইমিংপুল, হকি মাঠ, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পারমাণবিকসহ যেকোনো যুদ্ধের মধ্যে ৯ লাখ মানুষ কয়েক মাস সেখানে নির্বিঘ্নেই কাটিয়ে দিতে পারবে।
শুধু রাজধানী হেলসিঙ্কিই নয় আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে দেশজুড়ে পাঁচ হাজার বোমা শেল্টার, ৫০ হাজার বাংকার বানিয়েছে ফিনল্যান্ড। তাদের অনেক অব্যবহৃত জমি এ কাজে ব্যবহার করা হয়েছে বলে হেলসিঙ্কির সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট জানিয়েছে।
হেলসিঙ্কির সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের কর্মকর্তা টমি রাস্ক বলেন, ‘নাগরিকদের রক্ষা করতেই আমাদের এ ব্যবস্থা নিতে হয়েছে।’
উল্লেখ্য, ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের গুঞ্জন শুরুর পর থেকেই প্রতিনিয়তই রুশ হুমকি-ধামকির মুখে রয়েছে ফিনল্যান্ড।
এসএ/