স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় স্বামীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে না পারায় স্বামীর আত্মহত্যা

‌চিরকুটে ‘স্ত্রীর প্রতি সন্তুষ্ট নন’ লিখে আত্মহত্যা করেছেন ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরঙ্গবাদ শহরের এক তরুণ। ২৪ বছর বয়সী ওই তরুণ আত্মহত্যার আগে চিরকুটে লিখেছেন, তার স্ত্রী ভালোভাবে শাড়ি পরতে পারেন না।

মঙ্গলবার ১৭ মে মহারাষ্ট্র প্রদেশের পুলিশ এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি। মহারাষ্ট্রের মুকুন্দনগর এলাকার বাসিন্দা সমাধন সাবল সোমবার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে মুকুন্দবদী পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্রাহ্ম গিরি বলেছেন, ওই তরুণের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তার স্ত্রী ঠিকমতো শাড়ি পরতে পারেন না বলে নোটে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, স্ত্রী ভালোভাবে হাঁটতে অথবা কথাও বলতে পারেন না বলে নোটে লিখেছেন সমাধন।

ওই কর্মকর্তা বলেছেন, মাত্র ছয় মাস আগে নিজের চেয়ে ছয় বছরের বড় এক নারীকে বিয়ে করেন সমাধন সাবল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেছেন, আত্মহত্যার এই ঘটনায় তদন্ত চলমান আছে।

জি আই/