বন্যায় ভেসে গেল ট্রেন, উদ্ধার ২৮০০ যাত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বন্যায় ভেসে গেল ট্রেন, উদ্ধার ২৮০০ যাত্রী

টানা বৃষ্টির জেরে চলিত বছরে ভয়াবহ বন‍্যা পরিস্থিতির মুখোমুখি  হয়েছে ভারতের উত্তর -পূর্বের রাজ‍্য আসাম। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, ইতিমধ্যেই প্রায় ৬৬ হাজার ৬শত ৭১ জন মানুষ  ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে। এমনকি, ৩শত ৯৯ টি গ্রাম সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে। আসামের কাছাড় জেলার পরিস্থিতি ও অত‍্যন্ত সংকটজনক। সেখানে ৪১ হাজারের ও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 
এদিকে, যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু কাদা জলের স্রোত পরিলক্ষিত হচ্ছে আসামে। এমনকি, ট্রেনগুলি ও রীতিমত খেলনা গাড়ির মত জলে ভেসে রয়েছে। কাদা জলের স্রোতে প্রায় ডুবন্ত অবস্থায় রয়েছে ট্রেনের কামরা। এমতাবস্থায়, নিউ হাফলেং কয়েকদিনের টানা বর্ষনে রেললাইনে ধসের জেরে ট্রেনের মধ‍্যেই আটকে পড়েছিলেন প্রায় ২৮০০ যাত্রী। দীর্ঘক্ষনের চেষ্টায় বায়ুসেনার কপ্টারে করে তাঁদের উদ্ধার করা হয়েছে। 

জানা যায়, ডিমা হাসাও জেলার লামডিং শাখার দুটি ট্রেন আটকে পড়েছিল। এদিকে ওই দুটি ট্রেনের মধ‍্যে আটকা পড়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। এহেন প্রাকৃতিক দূর্যোগে কার্যত ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হন তাঁরা। শেষমেষ তাঁদের উদ্ধার করা হয়। পাশাপাশি টানা বৃষ্টিতে ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইনও। এমতাবস্থায় ২৫ জোড়া ট্রেন বাতিল করেছে উত্তর - পূর্ব সীমান্ত রেল। মূলত ডিমাহাসাও এলাকায় ভূমিধসের কারণেই দক্ষিণ আসাম, ত্রিপুরা ও মিজোরামে চলাচলাকারী ওই ট্রেনগুলিকে বাতিল করেছে নর্থইষ্ট রেলওয়ে। এই বন‍্যা পরিস্থিতির জেরে যে সমস্ত ট্রেনগুলি বাতিল ও আংশিক বাতিল করা হয়েছে সেগুলির মধ‍্যে রয়েছে আগরতলা -আনন্দ বিহার তেজস রাজধানী এক্সপ্রেস, আগরতলা- সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, ব‍্যাঙ্গালোর স্ক‍্যান্ট- আগরতলা এক্সপ্রেস, শিয়ালদাহ-আগরতলা কাঞ্চনজঙঘা এক্সপ্রেস। 

এদিকে এই ভয়াবহ বন‍্যা পরিস্থিতিতে আসামে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি বেশ কয়েকজন নিখোঁজ বলেও জানা গেছে। 

এমতাবস্থায় আবহওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। এদিকে ভয়াবহ বন‍্যা পরিস্থিতির জেরে নগাঁওয়ে বাড়িতে আটকা পড়া ৭০- ৮০ জনকে উদ্ধার করা হয়েছে।

এসএ/