পাম তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইন্দোনেশিয়ার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাম তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ইন্দোনেশিয়ার

ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। আগামী ২৩ মে সোমবার থেকে এটি কার্যকর হবে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার (১৯ মে) পাম তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান দেশটির প্রেসিডেন্ট জোকো।

প্রতি লিটার রান্নার তেলের দাম ১৪ হাজার রুপিয়ায় নামিয়ে আনার লক্ষ্যে রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটির সরকার। তেলের দাম এখনও সেই লক্ষ্যমাত্রায় নেমে না আসলেও দেশটির সরকার পাম তেল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় জানিয়েছেন।

উইদোদো বলেছেন, দেশে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ বাজারে যা প্রয়োজন তার চেয়ে বেশি স্তরে পৌঁছেছে। রপ্তানি নিষেধাজ্ঞার আগে এপ্রিল মাসে রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া এবং নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।

গত ২৮ এপ্রিল পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় বিশ্বব্যাপী পরিস্থিতি খারাপ হয়ে যায়। এর আগে ইউক্রেনে রাশিয়া হামলা চালানোয় বিশ্বে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়। খাদ্য থেকে সাবানসহ জ্বালানিতেও ব্যবহৃত হয় পাম তেল। কিন্তু ইন্দোনেশিয়া হঠাৎ করে পাম তেল রপ্তানি বন্ধ করায় এর প্রভাব পড়ে সাপ্লাই চেইনে।

ইন্দোনেশিয়ার সরকার গত ডিসেম্বর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং স্থানীয় সরবরাহ করতে হিমশিম খাচ্ছিল। কিন্তু তারপরও দ্রব্যমূল্য কমাতে ব্যর্থ হয় সরকার। এতে গত তিন বছরের মধ্যে গত এপ্রিলে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখতে পায় ইন্দোনেশিয়া।

ওআ/