গরুর মাংস খাওয়ার অপরাধে প্রধান শিক্ষিকা গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অতীতে একাধিকবার দেখা গিয়েছে যে, শুধুমাত্র গরুর মাংস খাবার জন্য কোন এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করা হয়েছে কিংবা উল্টে তাকেই জেল হাজতে পাঠানো হয়েছে। এহেন একাধিক হিংসার ঘটনার সাক্ষী থাকছে দেশবাসী আর এবছর গোমাংস খাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। ঘটনার কেন্দ্রস্থল বিজেপি শাসিত ভারতের আসামরাজ্যের গোয়ালপাড়া জেলার একটি সরকারি বিদ্যালয়ে।
অভিযোগ, গত সোমবার স্কুলে তিনি সঙ্গে করে গোমাংস নিয়ে আসেন এবং টিফিনের সময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বসে তা খান। এতেই পাশে বসে থাকা কিছু সহকর্মীরা ভাবাবেগে আঘাত পায়।
সূত্রের খবর, এরপরেই সে সকল শিক্ষক শিক্ষিকারা স্কুলের পরিচালন কমিটির কাছে অভিযোগ জানায় এবং পরে পুলিশের কাছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্র আসরে নামে প্রশাসন। বর্তমানে ৫৬ বছর বয়সী শিক্ষিকার বিরুদ্ধে ১৫৩ এবং ২৯৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এক্ষেত্রে দুই গোষ্টীর মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং ধর্মের অবমাননা করার মামলা দায়ের করেছে পুলিশ।
স্কুল পরিচালন কমিটির দাবি, গত সোমবার স্কুল টিফিনের সময় অভিযুক্ত শিক্ষিকা তাঁর বেশ কিছু সহকর্মীর সঙ্গে গোমাংস ভাগ করে খান। সেই দৃশ্যটি তাদের পাশে বসে থাকা কিছু জনের কাজে খারাপ লাগে। এরপর আমাদের কাছে অভিযোগ এলে আমরা স্থানীয় থানায় ইনফর্ম করি।
উল্লেখ্য, অনেকে এই ঘটনার পিছনে আসাম সরকারের পরোক্ষ মদতের প্রসঙ্গটি উল্লেখ করেছেন। সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গরুকে আমরা মা হিসেবে পূর্জা করি। সেখানে গোমাংস খাওয়া অপরাধ যেভাবে এক প্রধানশিক্ষক নাজেহাল পরিস্থিতিতে পড়তে হলো, তা নতুন এক বিতর্কের সৃষ্টি করবে বলে মত রাজ্যবাসীর।
এসএ/