বৃহঃস্পতিবার, ১ জুন ২০২৩
১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে শীতার্তের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিনিধি
🕐 প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুভসংঘের জেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় '৭১ এর শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের মাঝে ৩০০ কম্বল উপহার দেওয়া হয়েছে।

 কম্বল পেয়ে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের ৮০ বছরের রসমনি বলেন, হামরা ৭১ যুদ্ধাহত সবাইকে মারে ফেলছে, অনেক কষ্টে দিন পার করছি। কেউ কিছু দেয় নাই, এইবার হামক কম্বল দিছে বসুন্ধরা।

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কালের কণ্ঠ শুভসংঘের জেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় অসহায় হতদরিদ্রদের মধ্যে কম্বল দেওয়া হয়েছে।  শুক্রবার সকাল ৯টার দিকে শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে ৯ বছরের ছোট নাফি বলে, আমার বাবারে কইতে কইতে নতুন কম্বল আই না দেয় না। এইবার নতুন কম্বল গায়ে দিয়ে রাতে ঘুমাইতে পারবো।

দিনাজপুর জেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। শুক্রবার বিকেল ৩টায় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে কালের কণ্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখা এ আয়োজন করে।

কম্বল পেয়ে ৬০ বছরের মিনা বেগম বলেন,এই শীতত কম্বলখান পায়া মোক খুব ভালো লাগিছে।

৭০ বছরের কালাম মিয়া বলেন, মোক কম্বল টা দিছে, বসুন্ধরার মালিক ভেল্লাদিন বাচে থাকুক।

ঠাকুরগাঁও জেলার বড় বালিয়া আদিবাসী পাড়ার সাওতাল সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপ। শুক্রবার বেলা ১২টার দিকে কালের কণ্ঠ শুভসংঘ জেলা শাখার আয়োজনে ১০০ কম্বল বিতরণ করা হয়।

কম্বল পেয়ে ৪৫ বছরের ধানী সরেন বলেন, কম্বল ঞিয়াম কেতেজ আডি রেসক্য (কম্বল পেয়ে আমি খুব খুশি)।

সবাই যখন বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপনে ব্যস্ত, ঠিক তখন পঞ্চগড়ের শুভসংঘের বন্ধুরা বেলিয়ে পড়েছেন শীতবস্ত্র হাতে নিয়ে। গন্তব্য পঞ্চগড় থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া নুরানিয়া ও হাফেজিয়া মাদরাসা। হঠাৎ শুভসংঘের সদস্যদের হাতে কম্বল দেখে বিস্মিত মাদরাসার শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে তেঁতুলিয়া উপজেলার খয়খাটপাড়া নুরানিয়া ও হাফেজিয়া মাদরাসার ১০০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। বিজয়ের দিনে হাতে নতুন শীতবস্ত্র হাতে পেয়ে খুশি মাদরাসার শিক্ষার্থীরা।

এতিম শিক্ষার্থী আল আমিন বলে, বিজয় দিবসে হঠাৎ শুভসংঘের উপহার কম্বল পেয়ে আমরা অবাক হয়েছি। আমরা শুভসংঘের এই উপহার পেয়ে খুব খুশি।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী বলেন, শুভসংঘ বরাবরই ভালো কাজ করে আসছে। এর আগেও করোনার দুঃসময়ে তারা এতিম শিশুদের হাতে ত্রাণ তুলে দিয়েছে। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন নিয়ে যখন সবাই যে যার মতো উৎসব আয়োজনে ব্যস্ত ঠিক তখন শুভসংঘের তরুণরা এতিম ও হাজেজিয়া মাদরাসার শিক্ষার্থীর জন্য কম্বল নিয়ে এসেছে। এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য এমন ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আমাদের প্রত্যাশা তারা সব সময় ভালো কাজে সবার পাশে থাকবে।

পঞ্চগড় শুভসংঘের সভাপতি ফিরোজ আলম রাজিব বলেন, আমরা বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পঞ্চগড়ের পাঁচ উপজেলার ২ হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি। এই শীতে পঞ্চগড়ের নিম্ন আয়ের মানুষকে শীতে কিছুটা উষ্ণতা দিতে পেরে আমরাও খুশি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি। আমাদের ভালো কাজে তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছেন।

 সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।

 

অধ্যাপক পদে পদোন্নতি পেলেন গণিত বিভাগের ড. আনিছুর


ক্যাম্পাস প্রতিনিধি
🕐 প্রকাশ: ০৩:২৭ পিএম,১লা জুন ২০২৩

ড. আনিছুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৫৯ তম সিন্ডিকেট সভার ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন গণিত বিভাগের ড. আনিছুর রহমান। 


বৃহস্পতিবার (১ জুন) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।


আরও পড়ুন: ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭.৭৪ শতাংশ


তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ২৫৯ তম সিন্ডিকেট সভায় ১৯ নং সিদ্ধান্ত অনুযায়ী গণিত বিভাগের ড. আনিছুর রহমানকে সহযোগী অধ্যাপক পদ থেকে পদোন্নতি করে অধ্যাপক পদে নিয়োগ করা হয়েছে। 


এছাড়াও সভায় তিনি ছাড়া আইন বিভাগের ড. মাকসুদা আক্তার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. আব্দুল্লাহ আল মাসুদ, মো. খালিদ হোসেন জুয়েল এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড. মো. তানভীর সরোয়ারকে অধ্যাপক পদে পদোন্নতি করা হয়েছে। এখন থেকে তারা প্রত্যেকেই নিয়মানুযায়ী বেতনস্কেলসহ সকল সুযোগ-সুবিধা পাবেন।


এ বিষয়ে অধ্যাপক ড. আনিছুর রহমান অভিমত প্রকাশ করে বলেন, আমাকে পদোন্নতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রসাশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পদোন্নতি আমার শিক্ষা ও গবেষণার কর্মকে আরও বেগবান করে তুলবে।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে বিচারের দাবিতে ইবিতে মানববন্ধন


প্রসঙ্গত, এর আগে ড. আনিছুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


জেবি/ আরএইচ/

প্রবাসী ও রফতানি আয়ে ডালারের দাম আরও বাড়লো


নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ১২:৫৭ পিএম,১লা জুন ২০২৩

ফাইল ছবি

প্রবাসী আয়ে ডলারের দাম দাম আরও ৫০ পয়সা বাড়ানো হয়েছে। আর রফতানি আয়ের ডলারের দাম বেড়েছে এক টাকা।


বৃহস্পতিবার (১ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে। রেমিট্যান্স আয়ের ক্ষেত্রে এখন প্রতি ডলারে মিলবে ১০৮ টাকা ৫০ পয়সা।


আরও পড়ুন: ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৫ হাজার কোটি টাকা


এর আগে প্রবাসী  আয়ে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যেত ১০৮ টাকা।  রফতানি আয়ের ক্ষেত্রে আজ থেকে প্রতি ডলারে মিলবে ১০৭ টাকা। আগে রফতানি আয়ে প্রতি ডলারে পাওয়া যেত ১০৬ টাকা।


বুধবার (৩১ মে) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এ সিদ্ধান্ত নেয়।


জেবি/এসবি

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট


নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ১২:২০ পিএম,১লা জুন ২০২৩

ইসমাইল চৌধুরী সম্রাট। ফাইল ছবি

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে দুই মাসের জন্য পাসপোর্ট নিজ জিম্মায় দিয়েছেন আদালত। এছাড়া চিকিৎসা করাতে একমাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১ জুন) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদিন সম্রাট আদালতে হাজিরা দেন। তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। 


আরও পড়ুন: শেষ বারের মত চার্জগঠনের সময় পেলেন সম্রাট


সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী ফকির মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 


এর আগে গত বছরের ২২ অক্টোবর তিনি স্থায়ী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী স্থায়ী জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ধার্য তারিখ পর্যন্ত জামিন বহাল রাখেন।


জেবি/ আরএইচ/

বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক আইদু আর নেই


জেলা প্রতিনিধি
🕐 প্রকাশ: ১১:৩৯ এএম,১লা জুন ২০২৩

আমা আতা আইদু

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিশ্বখ্যাত নারী ঔপন্যাসিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আমা আতা আইদু। ঘানার স্বনামধন্য এই নারীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর।


বুধবার (৩১ মে) এক বিজ্ঞপ্তিতে তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। 


এতে বলা হয়, গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, সবার প্রিয় লেখক আমা আতা আইদু বুধবার (৩১ মে) ভোরে মারা গেছেন। বিগত কিছুদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।


আরও পড়ুন: ড. ফিলিপ কোটলার এর নতুন বইয়ে “বসুন্ধরা টিস্যু কেইস স্টাডি”


১৯৪২ সালে মধ্য ঘানার একটি গ্রামে  জন্মগ্রহণ করেছেন আইদু। ১৫ বছর বয়সে তিনি লেখালেখি শুরু করেন। তিনি ঘানা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফেলোশিপ অর্জন করেন। সেখান থেকে ফিরে এসে তিনি ঘানা বিশ্ববিদ্যালয়ে ৩ বছর শিক্ষকতাও করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র ও  কেনিয়াতেও শিক্ষকতা করেছেন। এছাড়া ১৯৮২-৮৩ সালে ঘানা সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন।


আরও পড়ুন: আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ 


১৯৬৫ সালে যখন লেখালেখির শুরু করেন তখন  ‘দ্য ডিলেম্যা অব এ ঘোস্ট’ একটি নাটক রচনা করেন। নাটকটি রচনার জন্য পুরস্কৃত হন তিনি। এই নাটকের মধ্যে দিয়ে তিনি মহাদেশের জনপ্রিয় লেখক হিসেবে পরিচিত লাভ করেন। তার প্রথম উপন্যাস ‘আওয়ার সিস্টার কিলিজয়’ বা ‘রিফ্লেকশন্স ফ্রম এ ব্ল্যাক-আইড  স্ক্যুইন্ট’। যা ১৯৬৬ সালে প্রকাশিত হয়।


জেবি/এসবি

মোহাম্মদপুরে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


নিজস্ব প্রতিবেদক
🕐 প্রকাশ: ১১:৩২ এএম,১লা জুন ২০২৩

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের শাহজালাল হাউজিংয়ে সিএনজির ধাক্কায় এক অজ্ঞাত (৫২) মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১ জুন) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে আটটায় মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: মাজার জিয়ারতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারাল ৩ নারী


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।


জেবি/ আরএইচ/