মুস্তাফিজকে দলে চান প্রধান নির্বাচক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুস্তাফিজকে দলে চান প্রধান নির্বাচক

অনেক দিন ধরে টেস্ট দলে অনিয়মিত মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ২০২১ সালের ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি পেসার। সামনে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। এই সিরিজের টেস্ট দলে বাঁহাতি পেসারকে পেতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও মুস্তাফিজকে দলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন।  

এ ব্যাপারে নান্নু বলেন, মুস্তাফিজের সঙ্গে পরবর্তী সিরিজ নিয়ে আমার কথা হয়েছে। আমরা তাকে টেস্ট দলে প্রত্যাশা করি। খেলোয়াড়দের সেরা মুহূর্তে দলে অবশ্যই দরকার। যদি দরকার হয় অবশ্যই ওকে ডাকা হবে। অবশ্যই এ নিয়ে আলোচনা করব।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে না নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, মুস্তাফিজ এখন সংক্ষিপ্ত ফরম্যাট নিয়ে ব্যস্ত। সেখান (ভারত) থেকে এই সিরিজে এসে খেলা কঠিন। এখন যারা আছেন, টিম ম্যানেজমেন্টের অধীনে কাজ করছেন, ওদের ওপরই আমরা আস্থা রাখছি।

আর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, বোর্ড যদি তাকে (মুস্তাফিজ) দলে নেয় স্বাভাবিকভাবেই সে খেলবে। আপনাকে দেখতে হবে মুস্তাফিজ কত দিন লাল বলে (ক্রিকেট) খেলেছেন এবং অনেক কিছু নির্ভর করে। সে কত দিন খেলছে বা খেলছে না এবং ফিটনেসের সমস্যা রয়েছে কি না। যদি আমাদের প্রয়োজন হয়, আমরা তাকে খেলব, কারণ আমারা প্রথম সারির বোলারদের মিস করছি।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক আরও বলেন, আমি জানি না মুস্তাফিজ কত টেস্ট খেলেছেন এবং সত্যি বলতে বাংলাদেশে কোনো পেসার অভিজ্ঞ নয় এবং এটাই সত্য, সম্ভবত তারা মোট ২০টি টেস্ট খেলেছেন। তাদের (পেস বোলারদের) কাছে অভিজ্ঞতা খুব কমই গুরুত্বপূর্ণ।

এদিকে বিসিবি টেস্ট ফরম্যাটের পরিকল্পনা নিয়ে মুস্তাফিজের সঙ্গে আলোচনা করবে। কারণ বোর্ড এখনও তাঁকে দলে চায়।

এসএ/