এবার ফিনল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এবার ফিনল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে উত্তেজনার মধ্যে এবার ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। রুশ রিয়া নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানায়, আজ শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

এরই মধ্যে রুশ গ্যাসের জন্য রুবলে অর্থ পরিশোধ করতে অস্বীকার করেছে ফিনল্যান্ড। এ ছাড়া ফিনল্যান্ড ও সুইডেন নিজেদের নিরপেক্ষ দেশ হিসেবে থাকার দীর্ঘদিনের নীতি থেকে সরে এসে গত ১৫মে ন্যাটোর সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম রাশিয়ার এ সিদ্ধান্তকে ‘অনুশোচনীয়’ বলে উল্লেখ করেছে। তবে, এতে গ্রাহকসেবা বিঘ্নিত হবে না বলেও জানিয়েছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলার মধ্যেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে মস্কো।

ইউক্রেনে আগ্রাসনের জন্য পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকলে মস্কোর পক্ষ থেকে জানানো হয়, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য প্রদান করতে হবে। বিষয়টিকে এক ধরনের ‘ব্ল্যাকমেইল’ বা জিম্মি করা হিসেবে বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

উল্লেখ্য, ফিনল্যান্ড তার বেশির ভাগ গ্যাস রাশিয়া থেকে আমদানি করে। তবে, দেশটির মোট জ্বালানির ১০ শতাংশ পূরণ হয় গ্যাস দিয়ে।

এসএ/