ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিশিগান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ভয়াবহ টর্নেডোর আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মিশিগান

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও মারা গেছেন একজন। আহত হয়েছেন অন্তত ৪৪ জন।

বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বেশ কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে, জার্মানিতেও টর্নেডোর আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। লন্ডভন্ড হয়ে গেছে দেশটির পশ্চিমাঞ্চল। কলম্বিয়ায়ও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

প্রচণ্ড ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ছে গাছপালা, বিদ্যুতের খুঁটি। এ চিত্র জার্মানির পশ্চিমাঞ্চলের। শুক্রবার ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দেশটির প্যাডেরবোর্ন শহর। চারদিকে শুধু ধ্বংসের চিহ্ন।

রেলপথ ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটে। খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে মাঠে নেমেছেন কর্মীরা। পুনর্বাসনে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে, কয়েকদিনের মধ্যে আরও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

অন্যদিকে, একই দিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যেও আঘাত হানে টর্নেডো। স্থানীয় সময় দুপুরে অঙ্গরাজ্যটির গেলর্ড শহরে টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। শহরটিতে কারফিউ ঘোষণার পাশাপাশি স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, আরও বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা।

এদিকে, ভয়াবহ বন্যার কবলে পড়েছে কলম্বিয়া। পানিতে ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। বন্যার কারণে সাময়িক বন্ধ রয়েছে বিমান চলাচল। স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।

এসএ/