শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির চেয়ারম্যান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির চেয়ারম্যান

দুদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। রোববার  (২২ মে) দুপুরে ঢাকায় পা রেখেছেন তিনি। ঢাকায় এসেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শনে গেছেন বিশ্ব ক্রিকেট সংস্থার প্রধান।

জানা গেছে, রবিবার (২২ মে) দুপুর ১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন বার্কলে। সেখান থেকেই রওনা দেন পূর্বাচলে নতুন স্টেডিয়াম পরিদর্শনে।

এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসেই দেখবেন আইসিসির চেয়ারম্যান। বাংলাদেশ সফর শেষে ভারতে আইপিএল দেখতে যাবেন বার্কলে। সেখানে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখার কথা আইসিসির চেয়ারম্যানের।

বাংলাদেশে কোনো এজেন্ডা নিয়ে আসেননি বার্কলে। মূলত ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন বলেই আসা তাঁর। এ ব্যাপারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন একদিন আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তাঁর। নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।’

২০২০ সালে আইসিসির প্রধানের দায়িত্ব ছাড়েন ভারতের শশাঙ্ক মনোহর। তখন কিছুদিন দায়িত্ব পালন করেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। এরপর নির্বাচিত হয়ে আইসিসির প্রধানের চেয়ারে বসেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

এসএ/