শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সোমবার (২৩) সিরিজের দ্বিতীয় টেস্টে সকাল ১০টায় লঙ্কানদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। 

ব্যাটিং করতে নেমে মহাবিপর্যয়ে পড়েছে টাইগাররা। স্কোরবোর্ডে মাত্র ২৪ রান জমা করতেই নেই প্রথম পাঁচ ব্যাটার। এর মধ্যে দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় রানের খাতাই খুলতে পারেননি। শূন্য রানে ফিরে গেছেন।

অধিনায়ক মুমিনুল হকের অফফর্ম অব্যাহত রয়েছে। তিনি করেছেন মাত্র ৯ রান। আসিথা ফার্নান্দোর বলে কটবিহাইন্ডের শিকার হয়েছেন। স্কোরবোর্ডে আর ৮ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি। করেছেন মাত্র ৮ রান।

এরপর ক্রিজে নামেন সাকিব আল হাসান। তিনিও কোনো রানের খাতা খুলতে পারেননি। রাজিথার বলে এলবিডব্লিউর শিকার হয়েছেন।

এই রিপোর্ট লেখার সময় বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ৭ ও লিটন শূন্য রানে অপরাজিত। বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ২৪ রান।

ওআ/