তালেবান ভয়ে মুখ ঢেকে টিভি পর্দায় আফগান নারীরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


তালেবান ভয়ে মুখ ঢেকে টিভি পর্দায় আফগান নারীরা

ক্ষমতা গ্রহনের নয় মাস পর গত বৃহস্পৃতিবার (১৯ মে) নারীদের জন্য মুখ ঢাকার নির্দেশনা জারি করে তালেবান সরকার। তালেবান নির্দেশ মেনে নিজেদের মুখ ঢেকেই টেলিভিশনের পর্দায় আসছেন আফগানিস্তানের নারী সাংবাদিক ও উপস্থাপকরা। প্রথমদিন খুব কম সংখ্যক নারীই নির্দেশনা মেনে সংবাদ পাঠ করেন। দুইদিন পরই দৃশ্য একেবারের বদলে যায়। 

রোববার (২২ মে) অনেকগুলো টেলিভিশন চ্যানেলের নারী উপস্থাপক ও  প্রতিবেদকদের মুখ ঢেকে সংবাদ পাঠ ও অন্যান্য অনুষ্ঠান উপস্থাপনা করতে দেখা যায়। খবর বিবিসির।

তোলো নিউজ, আরিয়ানা টেলিভিশন, সংসদ টিভি ও ওয়ান টিভির নারী উপস্থাপকরা হিজাব ও নিকাব পরেই সংবাদ বুলেটিন পাঠ ও অন্যান্য অনুষ্ঠান উপস্থাপনা করেন। আগেরদিন বেশ কয়েকজন নারী তালেবানের নির্দেশ অমান্য করেছিলেন। তবে পরে চ্যানেল কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করায় মুখ ঢাকতে বাধ্য হন বলে জানিয়েছেন তারা। 

তোলো নিউজ চ্যানেলের সংবাদপাঠক ফরিদা সিয়াল বলেন, ‌‘মুসলিম নারী হিসেবে হিজাব পরা ও চুল ঢাকা মেনে নেয়া যায়। তবে সংবাদপাঠকদের জন্য টানা দুই-তিন ঘণ্টা মুখ ঢেকে কথা বলা খুবই কঠিন কাজ। তালেবান নারীদেরকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে চায়।’ 

এই চ্যানেলের আরেক উপস্থাপক সোনিয়া নিয়াজি বলেন, ‘আমরা প্রতিবাদ করেছি এবং মুখ ঢেকে রাখার বিপক্ষে ছিলাম। কিন্তু মালিকপক্ষকে চাপ দেওয়া হয়েছে। ফলে তারা আমাদের বলেছিল, যদি নারী উপস্থাপকরা মুখ ঢেকে রাখার আদেশ না মানে, তবে তাদের অবশ্যই চাকরি পরিবর্তন করা উচিত, নতুবা তাদের চাকরিচ্যুত করা হবে।’

চ্যানেলটির উপপরিচালক ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমরা আজ গভীর শোকের মধ্যে আছি।’ মুখ ঢেকে পর্দায় এলেও শেষ পর্যন্ত নারী সাংবাদিকরা রক্ষা পাবেন কিনা তা নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। 

টেলিভিশনের একজন জ্যেষ্ঠ নির্বাহী বলেন, অনেক নারী উপস্থাপকের আশঙ্কা, তালেবান হয়ত এরপর তাদের টেলিভিশনের পর্দায় হাজির হওয়াই বন্ধ করে দেবে।

গত বছরের আগস্ট মাসে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর নারীদের জীবন একের পর এক কার্যত নিষেধাজ্ঞার ঘেরাটোপে বেঁধে ফেলেছে অতি রক্ষণশীল গোষ্ঠীটির সরকার। নিষেধাজ্ঞার তালিকায় সর্বশেষ সংযোজন টেলিভিশনের পর্দাতেও নারীদের মুখ ঢেকে হাজির হওয়ার নির্দেশ। সম্প্রতি তালেবানের পাপ প্রতিরোধ ও পুণ্য প্রচার মন্ত্রণালয় নারীদেরকে সব জায়গায় মুখ ঢেকে চলাচল করার নির্দেশ দেয়, যা শনিবার (২১ মে) থেকে টেলিভিশন উপস্থাপকদের জন্যও প্রযোজ্য করা হয়।

এ আদেশ না মানলে শাস্তি দেয়ার কোথাও জানিয়েছে তারা। প্রাথমিকভাবে কয়েকজন নারী এর বিরোধিতা করলে এক তালেবান মুখপাত্র জানান, প্রয়োজনে এ ব্যাপারে উপস্থাপকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অভিভাবকদের সাথে কথা বলা হবে।

এসএ/