পাকিস্তান-ইরান-আফগানিস্তানে ভূমিকম্প


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পাকিস্তান-ইরান-আফগানিস্তানে ভূমিকম্প

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান এবং আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের ইসলামি প্রজাতন্ত্র ইরানে আঘাত হেনেছে শক্তিশালী মাপের ভূমিকম্প। 

মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সময় দুপুরের দিকে দেশ তিনটিতে একযোগে কম্পন অনুভূত হয়।

যদিও এতে এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়, রাজধানী ইসলামাবাদসহ দেশের বেশ কয়েকটি অঞ্চল ভূমিকম্প আঘাত হেনেছে। এবার ইসলামাবাদ ছাড়াও বেলুচিস্তানসহ আশপাশের অন্যান্য শহরে কম্পনটি অনুভূত হয়।

এ দিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ১২টা ৩৬ মিনিটে ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি একযোগে আঘাত হানে।

অপর দিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, শক্তিশালী এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চল। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮৫ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে বেলুচিস্তানের খুজদার জেলার আরনাজি এলাকায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় কমপক্ষে ৮০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। এতে গৃহহীন হয় প্রায় দুই শতাধিক পরিবার। গত ১৪ জানুয়ারি ইসলামাবাদে যে ভূমিকম্প আঘাত হেনেছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ওআ/