পাটখাত আবার পুনরুজ্জীবিত হয়েছে: পাট মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, চট্টগ্রামের কেএফডি জুট মিলস্ লি: এর উৎপাদিত পাটপণ্য বিদেশে রপ্তানী শুরুর মাধ্যমে পাটখাত আবার পুনরুজ্জীবিত হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) মিলসমূহ বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়া এসব মিলে নতুন করে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে চট্টগ্রামের কেএফডি জুট মিলস্ লি: এর উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ন্ত্রী বলেন, চট্টগ্রামের কেএফডি জুট মিলস্ লি: ইউনিটেক্স জুট ইন্ড্রাস্ট্রিস লি. কে ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা হয়। কেএফডি জুট মিলটি বর্তমানে ৬ শত শ্রমিকের মাধ্যমে দৈনিক গড়ে ১০ টন পাটপণ্য উৎপাদন করছে। ইউনিটেক্স জুট ইন্ড্রাস্ট্রিস লি. এ পর্যন্ত ১৩০ টন পাটজাতপণ্য ভিয়েতনাম, তিউনিশিয়া ও চীনে রপ্তানি করেছে। এছাড়াও প্রায় ৬০০ টন পাটপণ্যের অর্ডার শিপমেন্ট-এর অপেক্ষায় আছে। ইউনিটেক্স জুট ইন্ড্রাস্ট্রিস লি. আরো দুটি উৎপাদন ইউনিট আধুনিকায়নের মাধ্যমে চালু করতে যাচ্ছে। ফলে প্রচলিত ও বহুমুখী পাটপণ্য মিলে দৈনিক গড়ে ১০০ টন পণ্য উৎপাদন করা সম্ভব হবে। আশা করছি, এখানে ৩৫০০ লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।
তিনি বলেন, নরসিংদীর বাংলাদেশ জুট মিলস্ লি. ভাড়াভিত্তিক ইজারা প্রদান করা হয়েছে। মিলটিতে ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও ১৩ টি জুটমিলের জন্য ২য় ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ১৮ টি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট হতে ৫৩ টি প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবসমূহ দ্রুত যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করছি, এ পর্যায়ে আরো কয়েকটি মিল ভাড়াভিত্তিক লিজ প্রদান করা সম্ভব হবে। ফলে, একদিকে যেমন পাটপণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে এসব পণ্য রপ্তানী করে আয় বৃদ্ধি পাবে। নতুন করে এসব মিলে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে এবং এ ক্ষেত্রে অবসানকৃত শ্রমিকগণ অগ্রাধিকার পাবেন।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: নজরুল ইসলাম চৌধুরী, এমপি, বস্ত্র ও পাট সচিব মো: আব্দুর রউফ, রাঙ্গুনীয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদারসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসএ/