যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, ১৮ শিক্ষার্থীসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে আতর্কিত হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ হামলায় ১৮ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একজন ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৫ মে) বিবিসি'র বরাত এ তথ্য জানা গেছে।  

মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি প্রাথমিক বিদ্যালযয়ে ঘটনাটি ঘটেছে। আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল পশ্চিমে অবস্থিত স্কুরটি। হামলায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছর। হামলাকারী বন্দুকধারী ১৮ বছরের  সালভাদর রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। রামোস হামলার সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন। তবে খবরটি এখনও নিশ্চিত নয়। 

বন্দুকধারী রামোস পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই নিহত হয়েছে।  যুদ্ধের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

ঘটনায় রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট স্বপত্নীক এ ঘটনায় শোক জানিয়েছে এবং এ ঘটানার পুনরাবৃত্তি যেন না ঘটে এ জন্য টেক্সাসের নাগরিকদের একত্রিত হয়ে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।  

এসএ/