গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দুর্দান্ত জয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গ্র্যান্ড স্ল্যামে ফিরেই জোকোভিচের দুর্দান্ত জয়

করোনা টিকা নিয়ে বির্তকে জড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিতাড়িত জোকোভিচ ফরাসি ওপেন দিয়ে ফিরলেন গ্র্যান্ড স্ল্যামে। আর ফিরেই জপানের ইয়োশিহিকো নিশিয়োকাকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ তারকা। 

রোলা গাঁরোয় প্রথম রাউন্ডে নিশিয়োকাকে হারাতে দুই ঘণ্টারও কম লাগে সার্ব তারকার। ৬-৩, ৬-১, ৬-০ গেমে জিতেন গত রোববার ৩৫ বছর পূর্ণ করা জোকোভিচ।দ্বিতীয় রাউন্ডে স্লোভাকিয়ার আলেক্স মোলকানের বিপক্ষে খেলবেন জোকোভিচ।

পুরুষ র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা দানিল মেদভেদেভও সহজ জয় পেয়েছেন। আর্জেন্টাইন ফাকুন্দো বাগনিসকে ৬-২, ৬-২, ৬-২ গেমে হারান ২৬ বছর বয়সী রুশ তারকা। গত ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচের স্বপ্ন ভেঙে ক্যারিয়ারে প্রথম মেজরের স্বাদ পান মেদভেদেভ। দ্বিতীয় রাউন্ডে তিনি খেলবেন সার্বিয়ার লাসলো দেরের বিপক্ষে।

এদিকে মেয়েদের এককে তৃতীয় বাছাই পাওলো বাদোসা সরাসরি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ফ্রান্সের ফিওনা ফেহোঁকে ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন এই আমেরিকান টেনিস তারকা।

তবে অঘটনের শিকার হয়েছেন গতবারের উইম্বলডনের সেমি-ফাইনালিস্ট দেনিস শাপোভালোভ। ১৪ নম্বর বাছাই এই কানাডিয়ানকে সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন ১৯ বছর বয়সী ডেনমার্কের হোলগা রুন।

এসএ/