বাইডেন এশিয়া ছাড়ার কিছু ঘন্টা পরেই কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাইডেন এশিয়া ছাড়ার কিছু ঘন্টা পরেই কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

পাঁচ দিনের এশিয়া সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ অঞ্চল ছেড়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই উত্তর কোরিয়া দেশটির পূর্ব উপকূলের একটি নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ মোট ৩টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। 

বুধবার (২৫ মে) দেশটির প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের বরাত এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরা।

বাইডেন তার সফরে অঙ্গীকার করেছেন পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির মুখে সিউল এবং টোকিওকে রক্ষা করবে ওয়াশিংটন। কিন্তু বাইডেনের এমন বক্তব্যের পরই মার্কিন প্রেসিডেন্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল কিম জং উন।

উত্তর কোরিয়ার সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ গুরুতর উস্কানি বলে নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওল। এক বিবৃতিতে তিনি দক্ষিণ কোরিয়া-মার্কিন সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বর্ধিত ও শক্তিশালী করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানি কেবল দেশটিকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকেই নিয়ে যাবে।

কউকে তোয়াক্কা না করে চলতি বছরের মার্চে নিষিদ্ধ ঘোষিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। এটাও তার পুনরাবৃত্তি, তবে উত্তর কোরিয়ার এ পরীক্ষা নিয়ে মার্কিন কোন বক্তব্য পাওয়া যায়নি।

এসএ/