কিংবদন্তীদের পেছনে ফেললেন মুশফিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কিংবদন্তীদের পেছনে ফেললেন মুশফিক

ঢাকা টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে খাদের মুখ থেকে দলকে নিয়ে গেছে বড় সংগ্রহে। প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে অপরাজিত ১৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ব্যাটার মুশফিকুর রহিম। ৮২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে নেমে পঞ্চমবারের মত ইনিংসে দেড়শ’ রানের বেশি করলেন মুশফিক।

এতে বিশ্ব ক্রিকেটে লিজেন্টদের পিছনে ফেলেছেন বাংলাদেশের রান মেশিন খ্যাত নির্ভরযোগ্য ব্যাটার মুশফিক। নিজেদের ক্যারিয়ারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে মুশফিকের চেয়ে ইনিংসে পাঁচবারের বেশি দেড়শর বেশি রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান, পাকিস্তানের জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, আসিফ ইকবাল, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার, ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েডসহ আরো অনেকেই।

এই তালিকায় মুশফিকের উপরে আছেন পাঁচ ব্যাটার। তারা হলেন- অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ, মাইকেল ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোর্বাস।

সবার উপরে ওয়াহ। ১৪ বার পাঁচ নম্বরে নেমে দেড়শর বেশি রান করেছেন তিনি। এ ছাড়া এই তালিকায় মুশফিকের উপরে আছেন আরো ৪ ব্যাটার। তারা হলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন ও ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোর্বাস।

এসএ/