যৌতুক না দেয়ায় গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা, গ্রেফতার ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের আসামরাজ্যের শিলচর মেহেরপুর পাঁচগরির এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দাবি মতো যৌতুক না দেওয়ায় গৃহবধূ বাপ্পি বেগম বড়ভূইয়া(২০) কে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেন গৃহবধূর পরিবার।
বাপ্পির বাবা জহিরুল হক বড়ভূইয়া সাংবাদিকদের জানান, সোমবার রাত আনুমানিক ১২টায় এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানান তার মেয়েকে ভীষনভাবে মারধর করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি তার আত্মীয় স্বজনকে নিয়ে মেডিক্যালে গিয়ে কোথাও তার মেয়েকে দেখতে পাননি। মঙ্গলবার সকাল ১০টার সময় গিয়ে দেখেন বাপ্পির লাশ মর্গে রাখা রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পান। এরপর গৃহবধূর বাবা জহিরুল হক বড়ভূইয়া শিলচর সদর থানায় গৃহবধূর স্বামী সহ ৪ জনকে অভিযুক্ত করে খুনের মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন আক্তার হোসেন লস্কর, মতিবুর রহমান লস্কর, আকবর হোসেন লস্কর ও জমিলা বেগম লস্কর।
জানা যায়, প্রায় দেড় বছর আগে বাপ্পি বেগম বড়ভূইয়ার শিলচর মেহেরপুর পাঁচগরি এলাকার মতিবুর রহমান লস্করের ছেলে গাড়ি চালক আক্তার হোসেন লস্করের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক দাবি করে প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে স্বামী সহ বাড়ির লোকেরা। এনিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশি বিচার করে মিমাংসা ও হয়। গৃহবধূ বাপ্পির সাত মাসের এক দুধের শিশু রয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার পুলিশ তদন্তে নেমে বাপ্পির শ্বশুর মতিবুর রহমান লস্কর ও শ্বাশুরী জমিলা বেগম লস্করকে গ্রেফতার করেছেন ও অপর ২ জন আসামী পলাতক রয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসএ/