তৃতীয় দিনে স্বস্তিতে দিন পার টাইগারদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৮৩ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে সবমিলিয়ে কেবল তিনটি উইকেটই নিতে পেরেছে টাইগাররা। আধিপত্য ধরে রেখেই দিন শেষ করেছে লঙ্কানরা।
মিরপুর টেস্টের বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনটিতে খেলা হয়েছে ৫১ ওভার। যেখানে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে শ্রীলঙ্কা। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। বাংলাদেশের ৩৬৫ রানের চেয়ে এখন আর ৮৩ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের মতো আবারও উইকেটে থিতু হয়ে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
বুধবার (২৫ মে) প্রথম সেশন নির্বিঘ্নে খেলা হলেও মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনে মাঠে গড়ায়নি একটি বলও। বৃষ্টি বাঁধা পেরিয়ে চা বিরতির পর মাঠে গড়ায় খেলা। তৃতীয় সেশনের শুরুতে বাংলাদেশি বোলারদের বেশ দেখেশুনে খেলা শুরু করেন শ্রীলঙ্কার দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং ধনঞ্জয়া ডি সিলভা।
প্রথম সেশনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নে প্যাভিলিয়নে ফিরলে তারা দুইজন মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। ম্যাথিউস-ধনঞ্জয়া জুটি লঙ্কানদের স্কোরবোর্ডের যুক্ত করে ১০২ রান।
দ্বিতীয় সেশনে একটি বলও খেলা না হওয়ায় বাড়ানো হয় দিনের খেলার সময়। নির্ধারিত সময়ের পর আরো ৩১ মিনিট খেলা চলে। বৃষ্টির কারণে ক্ষতি হওয়া সময় পুষিয়ে নিতে চতুর্থ এবং পঞ্চম দিনে নির্ধারিত সময়ের আধাঘণ্টা আগে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ১০ম হাফ সেঞ্চুরি তুলে নেন। ব্যক্তিগত ৫৮ রানে সাকিবের বলে পরাস্ত হন ধনঞ্জয়া। এই ব্যাটার ফিরলেও অপরপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে দিয়েছেন চট্টগ্রামে লঙ্কানদের সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউস। এটি তার ক্যারিয়ারের ৩৮তম হাফ সেঞ্চুরি।
তৃতীয় দিনের শেষ সেশনে ২৬ দশমিক ৫ ওভারে ৭২ রান করেছেন শ্রীলঙ্কা। এই সময়ে প্যাভিলিয়নে ফিরেছেন একমাত্র ধনঞ্জয়া ডি সিলভা। তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস (৫৮) এবং দীনেশ চান্দিমাল (১০)।
এর আগে প্রথম ইনিংসে মুশফিক এবং লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করেছিল বাংলাদেশ। লঙ্কানদের হয়ে পাঁচ উইকেট শিকার করেছিলেন কাসুন রাজিথা।
ওআ/