ইরানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৮


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইরানে নির্মাণাধীন ভবন ধসে নিহত ১৮

ইরানে এক নির্মাণাধীন ভবন ধসে অন্তত ১৮ জন নিহত, নিখোঁজ রয়েছেন আরো অনেকে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবাদান শহরে ব্যস্ত সড়কে দূর্ঘটনাটি ঘটেছে। এখনও উদ্ধার অভিযান চলছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।  

বৃহস্পতিবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা'র বরাত খুজেস্তান প্রদেশের গভর্ণর ইহসান আব্বাসপুর এ তথ্য জানিয়েছেন।  সোমবার (২৩ মে) খুজেস্তান প্রদেশের আবাদান শহরের ১০তলা নির্মাণাধীন ভবনটি আংশিকভাবে ব্যস্ত এক সড়কের ওপর ধসে পড়ে।
 
গভর্ণর বলেন, ভবনের ধ্বংসাবশেষের নিচে আসলে কতজন রয়েছে তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে। এর আগে বুধবার ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছিল। ভবন ধসের ঘটনাস্থল থেকে ৩৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসা নেওয়ার পর ফিরে গেছেন। উদ্ধার অভিযান এখনও চলছে।’

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ভাহিদি জানিয়েছেন, ‘পার্শ্ববর্তী ভবন ধসে পড়ার আশঙ্কায় উদ্ধার অভিযান ধীরগতিতে চলছে।’ 

ইরানের স্থানীয় বিচার বিভাগ এ ঘটনার জন্য দায়ী আবাদান শহরের মেয়র, সাবেক দুই মেয়র, একাধিক নগর কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।

এসএ/