হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রীর ৪ বছরের জেল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আয় বহির্ভূত সম্পত্তির মামলায় ভারতের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল। শুধু তাই নয়, চৌটালাকে ৫০ লক্ষ টাকার জরিমানা ও করেছে আদালত। তাঁর ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ ও দিয়েছেন বিচারক।
শুক্রবার (২৭ মে) আদালতে বয়সজনিত অসুস্থতার কারণে কম সাজার আবেদন জানিয়ে ছিলেন চৌটালা। যদিও সেই আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই।
কেন্দ্রীয় সংস্থাটির আইনজীবী বলেন, সাজা কমালে তা মানুষের কাছে ভুল বার্তা যাবে। গত ২১ মে এই মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দোষী সাব্যস্ত করে দিল্লির রাউস অ্যাভিনিউর বিশেষ আদালত।
আদালত জানায়, আয়ের চাইতে প্রায় একশো তিন গুণ সম্পত্তি রয়েছে চৌটালার। যা অংকের সহজ হিসেবে কোনও ভাবেই খাপ খাচ্ছে না। আদালত আরও বলে যে, নিজের সাফাইয়ে ১৯৯৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে কিভাবে বিপুল সম্পত্তি জমা করেছেন তিনি, তার স্পষ্ট কোনও জবাব নেই।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালে চৌটালার বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এরপর ২০১০ সালে ২৬ মার্চ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে উল্লেখ করা হয় যে, ১৯৯৩ সাল থেকে ২০০৬ সালের মধ্যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি হয়েছে চৌটালার। এদিন বিশেষ আদালতের বিচারপতি বিকাশ ধুল স্পষ্ট নির্দেশ দেন যে ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক।
ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলের প্রধান ওমপ্রকাশ চৌটালার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগে ২০১৩ সালে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। সে বার ১০ বছরের জেলের সাজা দেওয়া হয় চৌটালাকে। তিন হাজারের ও বেশি জুনিয়র শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ উঠে ছিল তাঁর বিরুদ্ধে।
এসএ/