নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ বউমার, সাবেক মন্ত্রীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ বউমার, সাবেক মন্ত্রীর আত্মহত্যা

নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন খোদ বউমা। বিষয়টি মেনে নিতে না পেয়ে আত্মঘাতী হলেন ভারতের উত্তরাখন্ডের সাবেক মন্ত্রী রাজেন্দ্র বহুগুনা।

হলদোয়ানির সার্কল অফিসার ভূপিন্দর সিং ধোনি সাংবাদিকদের জানান, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নিজের নাতনিকে যৌন হেনস্তার অভিযোগ তোলেন তাঁরই ছেলের বউ। পকসো আইনে রাজেন্দ্রের বিরুদ্ধে মামলা ও দায়ের করা হয়। তবে শুধু নাতনির উপর যৌন নিগ্রহই নয়, তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছিলেন সবিতা নামের এক প্রতিবেশীও। তাঁর অভিযোগ ছিল, শাশুড়ির সঙ্গে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজেন্দ্র তাঁর উদ্দেশ‍্যে কুমন্তব‍্য করেন। এমনকি হুমকি দিয়ে তাঁর উপর আক্রমণ ও করেন। এসবের পরই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাজেন্দ্র, বলে জানান  ভূপিন্দর সিং ধোনি। আত্মঘাতী হয়ার আগে বুধবার পুলিশে খবর দেন রাজেন্দ্র বহুগুনা। এরপর হাতে পিস্তল নিয়ে জলের ট‍্যাস্কিতে উঠে পড়েন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। তাঁরা বহুবার রাজেন্দ্রকে ট‍্যাস্কি থেকে নেমে আসার অনুরোধ জানান। কিন্তু কারও কথা কানে তোলেননি প্রাক্তন মন্ত্রী। সকলের সামনেই নিজের বুকে গুলি চালিয়ে দেন। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েতেই দ্রুত পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের হাজারো প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। 

এই ঘটনায় রাজেন্দ্রের বউমা ও প্রতিবেশীর বিরুদ্ধে আত্মহত‍্যার প্ররোচনার অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন প্রাক্তন মন্ত্রী ছেলে অজয় বহুগুনা। কি কারণে আত্মঘাতী হলেন রাজেন্দ্র তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার কারণেই অবসাদে ভুগছিলেন তিনি।

এসএ/