চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: সালাহ-বেনজেমার পাল্টাপাল্টি হুঙ্কার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল: সালাহ-বেনজেমার পাল্টাপাল্টি হুঙ্কার

বাংলাদেশ সময় শনিবার (২৮ মে) দিবাগত রাত ১ টায় অনুষ্ঠিত হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মধ্যেকার ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিকে ঘিরে পৃথিবীজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

সময়টা ২০১৮ সাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। রিয়ালের প্রাক্তন ডিফেন্ডার সার্জিও র‍্যামোসের কড়া প্রতিরোধে চোখ ভরা জলে মাঠ ছাড়তে হয়েছিল মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ম্যাচটিতে ১-৩ গোলে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে হেরে যায় লিভারপুল।

ইতিমধ্যে উয়েফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ সালাহ বলেই দিয়েছেন, ‌‘আমাদের কাছে এই ফাইনাল সেই হারের প্রতিশোধ নেওয়ার মঞ্চ।’

এই মৌসুমে অনবদ্য ফর্মে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাও বলে দিয়েছেন, ‘এবার তিনি যে ছন্দে রয়েছেন, তার সবচেয়ে সুন্দর সমাপ্তি হতে পারে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই।’

এদিকে ফুঁসছে রিয়াল শিবিরও। প্রতিশোধের ভাবনা সমানভাবে প্রাধান্য পাচ্ছে রিয়ালের ড্রেসিংরুমেও। ম্যানেজার কার্লো আনচেলোত্তি যেমন উদাহরণ টেনেছেন ১৯৮১ সালের। সেবারও চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সাক্ষী ছিল প্যারিস। লিভারপুলের কাছে পরাস্ত হয়েছিল রিয়াল।

রিয়াল ম্যানেজার বলেন, ‘সালাহর বক্তব্যকে স্বীকৃতি দিয়ে যদি প্রতিশোধের তত্ত্বকে গুরুত্ব দিতে হয়, তাহলে বলব ১৯৮১ সালে রিয়ালকে হারতে হয়েছিল লিভারপুলের কাছে। তার চেয়ে আমি বলব, শনিবার ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই সেরা দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। যে দল সাহসী এবং ইতিবাচক ফুটবল উপহার দিতে পারবে, তারাই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে দেশে ফিরবে।’

এসএ/