সাগরে মাছধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে দুবলারচরের শুঁটকি জেলেরা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সাগরে মাছধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে দুবলারচরের শুঁটকি জেলেরা

শরণখোলা প্রতিনিধি: দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুবলারচরের শুঁটকি জেলেরা গত তিন যাবৎ  সাগরে মাছ ধরতে পারছেনা। সাগর উত্তাল থাকায়  জেলেরা  নিরাপদ আশ্রয় নিয়েছে। 

দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন আহমেদ দুবলারচর থেকে মুঠোফোনে জানান, গত তিনদিন যাবৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল। ঝড়ো হাওয়ার সাথে হালকা ধরনের বৃষ্টিপাতে দুবলার কয়েক হাজার জেলে জবুথবু অবস্থায় রয়েছে। প্রবল ঢেউয়ের কারণে সাগরে মাছ ধরা বন্ধ রেখে জেলেরা নৌকা ট্রলার নিয়ে দুবলার আলোরকোল, মেহেরআলী, মাঝেরকেল্লাসহ আশে পাশের ছোট ছোট খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।

দুবলার মাঝেরকেল্লা থেকে পিরোজপুরের জেলে আলাল হোসেন শনিবার দুপুরে মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে প্রবল ঝড়ো বাতাসের সাথে  হালকা বৃষ্টিতে সাগর বিক্ষুব্ধ হয়ে ওঠায় গত  তিনধরে আমরা সাগরে মাছ ধরতে যেতে পারছিনা। 

জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় মোবাইল ফোনে বলেন, শনিবার দুপুর পর্যন্ত দুবলা অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয় নিয়েছে।

এসএ/