চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল ও লিভারপুলের সম্ভাব্য একাদশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল ও লিভারপুলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ সময় রাত ১ টায় অনুষ্ঠিত হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মধ্যেকার ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটিকে ঘিরে পৃথিবীজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ। বহুল প্রতিক্ষীত উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যা সরাসরি দেখা যাবে সনি টেন-২ এ।

ফ্রান্সের সাথে সাথে বাংলাদেশেও এ ফাইনাল নিয়ে উত্তেজনা কম নয়। কেমন হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের একাদশ? সেটা জানার অপেক্ষায় অনেকে। চলুন তাহলে বিশ্লেষণ করে দেখা যাক কেমন হতে পারে রিয়াল ও লিভারপুলের ফাইনালের একাদশ।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ

থিবাউট কোর্তোয়া, দানি কারবাহাল, এদাও মিলিতাও, ডেভিড আলবা, ফারল্যান্ড মেন্ডি, টনি ক্রুস, কাসেমিরো, লুকা মদ্রিচ, ফেদেরিকো ভালভার্দে, করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়র। 

লিভারপুল সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ইব্রাহিম কোনাটে, ভির্জিল ফন দাইক, অ্যান্ডি রবার্টসন, জর্ডান হেন্ডারসন, ফাবিনহো, ন্যাবি কেইটা, মোহাম্মদ সালাহ, সাদিও মানে ও লুইস দিয়াজ।

রিয়ালের সম্ভাব্য একাদশ একাদশ হওয়ার কারণ

এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামার আগে লা লিগার শিরোপা জয় নিশ্চিত হয় রিয়ালের। শেষ চারের লড়াইয়ে ম্যানসিটিকে হারানোর পরে রীতিমতো অখণ্ড অবসরে রিয়াল শিবির। তাইতো কার্লো আনচেলোত্তির দলের কোনো ইনজুরি সমস্যা নেই। ডেভিড আলবা ও এদার মিলিতাও এর সামান্য যে সমস্যা ছিল সেটা কাটিয়ে ডিফেন্স সামাল দিতে প্রস্তুত তারা। আনচেলোত্তির শিষ্যরা পূর্ণাঙ্গা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে আজ ফাইনালে নামতে মুখিয়ে আছেন। 

লিভারপুলের সম্ভাব্য একাদশ হওয়ার কারণ

প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন লিভারপুলের থিয়াগো আলকানতারা। তার ফিটনেস নিয়ে সমস্যা আছে কিছুটা। ১০ মে অ্যাস্টন ভিলার বিপক্ষের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ফাবিনহো। এরপর থেকে আর মাঠে নামেননি তিনি। তবে ফাইনালে তাকে পাচ্ছেন জার্গেন ক্লপ। দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এফএ কাপের ফাইনালের পর থেকে আর খেলেননি ভার্জিল ফন দাইক। তবে রিয়ালের বিপক্ষে শুরুর একাদশে ফিরছেন তিনি। আর মোহাম্মদ সালাহকে নিয়ে কোনো চিন্তাই নেই জার্মান কোচের। 

এসএ/