সারাদেশের শতভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে: পলক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন ২০২৫ সালের মধ্যে সারাদেশে শতভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে।
তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারকারী দেশ থেকে উদ্ভাবনশীল দেশ তৈরিতে গ্রাম-ইউনিয়ন পর্যায়ে দ্রম্নতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা লক্ষ্যে বর্তমান সরকার সংশ্লিষ্ট সবার সঙ্গে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে।
রবিবার (২৯ মে) দুপুরে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের সংগঠন আইএসপিএবির সঙ্গে '৪র্থ শিল্প বিপস্নব মোকাবিলায় করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, ১২ বছর আগে দেশে মাত্র ৫৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা এখন ১৩ কোটিতে পরিণত হয়েছে। এ ছাড়া এই সংগঠনের কারণে এখন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাচ্ছে দেশের মানুষ, যা মোবাইল ইন্টারনেট দ্বারা সম্ভব হয়নি। এই বিশাল পরিবর্তন সম্ভব হয়েছে স্থানীয় পর্যায়ে আইএসপিএবির অক্লান্ত পরিশ্রম ও সেবা প্রদানের জন্য।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে মানুষকে এই সেবার আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। চলমান মাহামারিতে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে অনলাইন ক্লাস চিকিৎসা, ভার্চুয়াল সভা, এমনকি ফ্রিল্যান্স কর্মীরাও তাদের কাজ চালিয়ে যেতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে ২৪ হাজার গ্রাম ও উপজেলা পর্যায়ে এই ইন্টারনেট সেবা পৌঁছে গেছে। এই সেবা আরও সহজ ও সাধারণের ব্যয় সীমার মধ্যে আনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে আইএসপিএবি সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। তাদের এই নেটওয়ার্ক ব্যবহার করে সরকার একেবারে গ্রামপর্যায়ে প্রায় ১ লাখ ৯ হাজার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা পৌঁছে দেবে।এতে আরও ১০ কোটি গ্রামের মানুষ ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে।
এসময় সংগঠনটির নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক বলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরিতে নিরবচ্ছিন্ন ও সুলভ মূল্যে দ্রম্নতগতির ইন্টারনেট সেবা প্রদানে তার সংগঠন বদ্ধপরিকর।
মতবিনিময় সভা শেষে আইএসপিএবির নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জি আই/