পাকিস্তানে নির্বাচনের সময় ঘোষণা, মিছিল-সমাবেশ নিষিদ্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন ইমরান খান। পরে পাকিস্তানের জোট সরকারের ক্ষমতা গ্রহণ, দীর্ঘদিন টালমাটাল অবস্থা পাকিস্তানের রাজনীতি। এরই মধ্যে ২০২৩ সালের আগস্টে পাকিস্তানের জাতীয় নির্বাচন হবে বলেছে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব।
রোববার (২৯ মে) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পরবর্তী নির্বাচনের সময় ঘোষণা করলেন পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের তথ্যমন্ত্রী।
ইমরান খানের উদ্দেশ্যে মরিয়ম বলেন, ‘আপনার সঙ্গে আমরা আর কোনো আলোচনায় যেতে চাই না; যেহেতু আপনি নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন, তাই বলছি মনযোগ দিয়ে শুনুন এবং লিখে রাখুন আগামী পার্লামেন্টারি নির্বাচন হবে ২০২৩ সালের আগস্টে।’
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, নির্বাচনের আগ পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী নেতা ইমরান খানের সঙ্গে কোনো আলাপ-আলোচনা বা বোঝাপড়ায় যাবে না বর্তমান সরকার। এছাড়াও আইন প্রণয়ন করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। আইনটি হল, পূর্ব অনুমতি ছাড়া রাজধানী ইসলাবাদে যেকোনো রাজনৈতিক দলের মিছিল-সমাবেশও নিষিদ্ধ। এ বিষয়ে ইসলামাবাদে আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে রোববার বৈঠকও হয়েছে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ইসলামাবাদে এক দলীয় সমাবেশে আগামী নির্বাচনের তারিখ ঘোষণার জন্য ৬ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (টিআইপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি গত এপ্রিলের প্রথম দিকে পার্লামেন্টে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।
সরকারকে আল্টিমেটাম দিয়ে ইমরান খান বলেছিলেন, ‘পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে ৬ দিন পর পুরো জাতিকে নিয়ে রাজধানীতে প্রবেশ করবেন তিনি।’
এসএ/