পুতিনের অসুস্থতার খবর গুজব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পুতিনের অসুস্থতার খবর গুজব

রাশিয়ার একমাত্র নায়ক দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ পশ্চিমাদের হাজার হাজার নিষেধাজ্ঞাকে তুচ্ছ করে সুষমভাবে চালিয়ে রুশ মুদ্রা রুবলকে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। সেই জায়ান্ট খ্যাত পুতিন নাকি ক্যান্সারে আক্রান্ত! এই খবরকে গুজব বলে নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। 

ফ্রান্সের সম্প্রচার কেন্দ্র টিএফ১’র প্রশ্নের জবাবে রোববার (২৯ মে) রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‍“পুতিনের অসুস্থ হওয়ার কোন লক্ষণ নেই। আমি মনে করি না বিবেকসম্পন্ন কোন মানুষ এই ব্যক্তির অসুস্থতা বা রোগের কোন ধরনের লক্ষণ দেখতে পাবেন।”

বিবৃতিতে ল্যাভরভ বলেন, “পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আপনারা তাকে প্রতিদিন বিভিন্ন স্ক্রিনে দেখতে এবং তার ভাষণ শুনতে পান। আগামী অক্টোবরে তিনি ৭০ বছরে পদার্পণ করবেন। এ ধরনের গুজব যারা ছড়িয়েছে তাদের বিষয়টি আমি বিবেকবান মানুষের ওপর ছেড়ে দিচ্ছি।” 

প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন অত্যন্ত গোপনীয় বিষয় এবং বলতে গেলে সে বিষয়ে কখনো প্রকাশ্যে আলোচনা করা হয় না। তবে পুতিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এমন গুজব সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এসএ/