ধান-চালের বাজার অস্থিতিশীল না করার নির্দেশ : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ধান-চালের অবৈধ মজুত ঠেকাতে মাঠে নামছে খাদ্য মন্ত্রণালয়ের ৮ টিম। সাম্প্রতিক ধান ও চালের বাজার অস্থিতিশীল না করার নির্দেশনা দেয়ার পর এবার অবৈধ মজুদের বিরুদ্ধে অভিজান।
মঙ্গলবার (৩১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সচিবালয়ে ‘বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘অধিকাংশ মিল মালিক বাজার থেকে ধান কিনলেও তারা উৎপাদনে যাচ্ছেন না। এখন বাজারে যে চাল পাওয়া যাচ্ছে তা গত বছরের পুরাতন চাল। তাহলে নতুন ধান যাচ্ছে কোথায়? সেই সঙ্গে কে কত পরিমাণ ধান কিনছেন এবং কত পরিমাণ চাল ক্রাসিং করে বাজারে ছাড়ছেন, তা খাদ্য বিভাগে রিপোর্ট জমা দিতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন, বিভিন্ন কর্পোরেট হাউস ধান চালের ব্যবসা শুরু করেছে। তারা বাজার থেকে চাল কিনে মজুত করছেন এবং প্যাকেটজাত করে বেশি দামে বাজারে বিক্রিও করছে।
ধান ও চালের ব্যবসায় সম্পৃক্ত কর্পোরেট হাউসগুলোর সাথে দ্রুততম সময়ে বৈঠক করতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।
জি আই/