উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী থাকল ভারতের উত্তরপ্রদেশ। দিল্লিতে ডাক্তার দেখিয়ে উত্তরপ্রদেশের পিলভিতে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে রাজ্যের বেরিলি জেলায়।
জানা গেছে, দিল্লিতে চিকিৎসার জন্য এসেছিলেন একই পরিবারের ৬ জন। উত্তরপ্রদেশের পিলভির বাসিন্দা তাঁরা। মঙ্গলবারই ফিরে যাওয়ার কথা ছিল তাঁদের। সেই মতন ফেরার জন্য একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন ওই পরিবারের সদস্যরা। ফেরার পথে প্রথমে দিল্লি লখনউ জাতীয় সড়কে একটি ডিভাইডারে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। তারপরই উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি মারাত্মক রকম সংঘর্ষ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের চালকসহ পরিবারের ৬ সদস্যরা।
পুলিশ সূত্রে প্রকাশ, মৃতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। খবরও পাঠানো হয়েছে তাঁদের পরিবারের বাকি লোকজনদের। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবারবর্গ। স্বজনদের হারিয়ে শোকে ভেঙ্গে পড়েছেন তাঁরা।
মৃতদের পরিবারের উদ্দেশ্যে সহানুভূতি জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার জন্য জেলাপ্রশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।
এসএ/