স্বাধীন সাংবাদিকতায় বাধা হয় এমন কোনো আইন হবে না: আইনমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


স্বাধীন সাংবাদিকতায় বাধা হয় এমন কোনো আইন হবে না: আইনমন্ত্রী

স্বাধীন সাংবাদিকতায় বাধা হয় এমন কোনও আইন বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশের সংবিধানে যেটা জায়গা পায়নি, সেই গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি বাংলাদেশের সংবিধানে আছে। বাংলাদেশে এমন কোনও আইন হবে না, যেটা স্বাধীন সাংবাদিকতায় বাধা হবে।’

মঙ্গলবার (৩১ মে) সচিবালস্থ গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামে (বিএসআরএফ) আয়োজিত গণমাধ্যমকর্মী আইন বিষয়ক সংলাপে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, অনেক অনলাইন রয়েছে। যা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তুলে দেওয়া হচ্ছে। অনেকে আবার গণমাধ্যমকর্মী নয়, তার পরেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যু বিকৃতভাবে উপস্থাপন করছে। এগুলোও নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইনে অবসরের বয়সসীমা ৫৯ বছর বলার উদ্দেশ্য হলো, স্বেচ্ছায় কোন সংবাদকর্মী চাইলে অবসরে যেতে পারবে। তবে কোন মালিক বাধ্য করতে পারবে না। এ আইনের সঠিক বাস্তবায়ন করতে, আরও পরিষ্কার করে তথ্য সংযোজন করা হবে। সোশ্যাল মিডিয়ায় স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। এতে এখন আর যখন তখন কাউকে গ্রেফতার করা হচ্ছে না।'

অজামিন যোগ্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এর অর্থ হচ্ছে পুলিশ জামিন দিতে পারবে না। এটি কের্টের এখতিয়ার। আদালত থেকে জামিনের সুযোগ রয়েছে। আর পুলিশকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। উদাহরণ হিসেবে বলেন, মার্ডার মামলায়ও জামিন পাচ্ছেন...’

তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে গণমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আইসিটি আইন নিয়েও পর্যালোচনা করা হবে। প্রয়োজনে স্টেক হোল্ডারদে সঙ্গে আলোচনা করা হবে।’

গণমাধ্যমকর্মী আইন প্রসঙ্গে যে সব ধারা নিয়ে সমস্যা রযেছে সেগুলো একত্রিত করে তার কাছে দেওয়ার আহ্বান জানান।

এ সময় বিএসআরএফ সহ-সভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, শাহজাহান মোল্লা, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন (রাকিব), মো. বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ওআ/