একদিনে মৃত্যুতে শীর্ষে জার্মানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


একদিনে মৃত্যুতে শীর্ষে জার্মানি

করোনাভাইরাসে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে জার্মানি আর সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে উত্তর কোরিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় উপরের সারিতে আছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে দৈনিক সর্বোচ্চ ৩৩২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৫৯ হাজার ৪৮০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে ১ লাখ ৩৯ হাজার ৪০১ জনে এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৭৭৪ জনে।

একদিনে বিশ্বে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ৩৩ হাজার ৬৯ জন। আগের দিনের তুলনায় শনাক্ত বেড়েছে প্রায় দুই লাখ। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫৩ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ১০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৪১১ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ছয়শোরও বেশি। এতে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে ৬৩ লাখ ১৩ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১ জুন) বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য পাওয়া গেছে।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা উত্তর কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৩০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে শনাক্ত বেড়ে হয়েছে ৩৬ লাখ ৪৫ হাজার ৬২০ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যু না হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা ৭০ জনেই রয়েছে।

জি আই/