ইউক্রেনকে বিশেষ ক্ষেপণাস্ত্র দিচ্ছে বাইডেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনকে বিশেষ ক্ষেপণাস্ত্র দিচ্ছে বাইডেন

ইউক্রেনে রুশ অগ্রাসন শুরুর পর থেকেই দেশটিকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। অর্থ-অস্ত্রসহ বিভিন্ন ধরনের সহয়তা দিতেই আছে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইইউ। এবার ইউক্রেনকে উন্নত ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যেকোন  লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মার্কিন দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র।

বুধবার (১ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার ঘোষিত  ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার এসব অস্ত্র দিচ্ছে বাইডেন।  

মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, ‍“যুক্তরাষ্ট্র ইউক্রেনকে উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম দেবে, যা ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা না করার ‘আশ্বাস’ দেওয়ার পর উন্নত প্রযুক্তির এ ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য রাজি হয়েছে যুক্তরাষ্ট্র।”

মঙ্গলবার (৩০ মে) দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত মতামতে বাইডেন বলেছেন, “ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন কূটনীতির মাধ্যমে শেষ হবে। তবে, ইউক্রেনকে আলোচনার টেবিলে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই উল্লেখযোগ্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে হবে। এ কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা ইউক্রেনীয়দের আরও উন্নত রকেট সিস্টেম ও যুদ্ধাস্ত্র সরবরাহ করব, যেগুলো ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মূল লক্ষ্যগুলোকে আরও সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম হবে।”

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন,“ নতুন এ প্যাকেজে গোলাবারুদ, কাউন্টার ফায়ার রাডার, বেশ কয়েকটি উড়োজাহাজ নজরদারি রাডার, অতিরিক্ত জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও অ্যান্টি-আরমার অস্ত্র রয়েছে।”

তবে ইউক্রেনের কর্মকর্তারা মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চেয়েছেন, যা কয়েকশ মাইল দূরে রকেটের ব্যারেজ নিক্ষেপ করতে পারে।

এর আগে বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বলেন, রাশিয়ায় পৌঁছাতে পারে এমন রকেট ব্যবস্থা ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র।

এসএ/