সংঘর্ষের পর বাসে আগুন, নিহত ৭
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভারতের কর্নাটক প্রদেশে একটি যাত্রীবাহী বাসে দুর্ঘটনার পর আগুন ধরে অগ্নিকাণ্ডে শিশুসহ ৭ জনের মার্মন্তিক মৃত্যু হয়েছে। আহতও হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার (৩ জুন) সকালে রাজ্যের কালাবুরাগি জেলার বিদার-শ্রীরঙ্গপাটনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুক্রবার সকালে কামালাপুরা শহরের কাছে একটি ভাড়া করা বাসে আগুন ধরে যাওয়ার পর অন্তত সাত যাত্রীর মৃত্যু হয়। বাসটি যাচ্ছিল গোয়া থেকে হায়দ্রাবাদ যাওয়ার পথে একটি টেম্পো ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে এই দুর্ঘটনাটি ঘটে। ওই বাসে ২৯ জন যাত্রী ছিলেন, যারমধ্যে ২২ জন নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। পরে বাসটি আগুনের কারণে সম্পূর্ণ পুড়ে গেছে। আহতদের কালাবুরাগীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে। এ ঘটনায় টেম্পো ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছেন। নিহতদের সবাই হায়দ্রাবাদের বাসিন্দা।’
রাজ্যের কালাবুরাগির পুলিশ সুপার ইশা পন্থ জানিয়েছেন, “ গোয়ার অরেঞ্জ কোম্পানির বাসটি ট্রাকের সাথে সংর্ষের পরে অগ্নিকাণ্ডের শিকার হয়। আগুনের তেজ এতটাই ছিল যে স্থানীয়রা বাসটির কাছে যেতে পারেননি। তাদের খবরে পুলিশ, ফায়ার ব্রিগেড ও ইমার্জেন্সি সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনায় প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে কালাবুরাগির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।”
এসএ/