টেসলার কর্মী ছাঁটাই করছেন ইলন মাস্ক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টেসলার কর্মী ছাঁটাই করছেন ইলন মাস্ক

বিশ্বের বৃহত্তম ইলেক্ট্রিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে চান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি টেসলার নির্বাহীদের কাছে পাঠানো এক ই-মেইলে অর্থনীতি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার (৩ জুন) এ খবর জানা গেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

বৃহস্পতিবার (২ জুন) পাঠানো ইমেইলের শিরোনাম ছিল ‘বিশ্বজুড়ে সব নিয়োগ স্থগিত’। এতে অর্থনীতি সম্পর্কে নিজের ‘প্রচণ্ড বাজে অনুভূতির’ কথা উল্লেখ করে টেসলার জনবল ১০ শতাংশ কমানোর পরিকল্পনা জানান বিশ্বের শীর্ষধনী মাস্ক।

এর মাত্র দুদিন আগেই ওয়ার্ক ফরম হোম এ থাকা সব কর্মীকে কর্মস্থলে ফিরতে নাহয় চাকরি ছেড়ে দিতে বলেছিলেন টেসলার সিইও। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা নিয়ে কয়েকদিন থেকেই বেশ সোচ্চার তিনি।

টেসলা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোতে ২০২১ সালের শেষে প্রায় এক লাখ কর্মী ছিলেন।

কর্মী ছাটাইয়ের পরিকল্পনার বিষয়ে প্রতিষ্ঠানটির কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাছাড়া, টেসলার কর্মী ছাঁটাইয়ের সঙ্গে ইলন মাস্কের টুইটার কেনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

তবে জনবল কমানোর খবর প্রকাশের পরপরই শুক্রবার যুক্তরাষ্ট্রে টেসলার শেয়ারের দর কমে গেছে প্রায় তিন শতাংশ।

এসএ/