ফরাসি ওপেনের ফাইনালে নাদাল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ভগ্য দেবতা যেন প্রসন্ন রাফায়েল নাদালের উপর। ফেন্স ওপেনে শেষ চারের তুমুল লড়াইয়ের পর হটাৎ চোটের কারণে আর খেলতে পারেনি জার্মান তারকা জেভরেভ। যার ফলে ফরাসি ওপেনের ফাইনালে উঠেলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।
ম্যাচের বিবরণী
‘রোলাঁ গাঁরোয় সেমি-ফাইনালের প্রথম সেট ৯১ মিনিটের হাড্ডা হাড্ডি লড়াইয়ে ৭-৬ গেমে জিতে নেয় ১৩ বারের ফরাসি ওপেন জয়ী নাদাল। দ্বিতীয় সেটও চলছিল একইভাবেই। এভার এগিয়েই ছিলেন জেভরেভ। এমন সময় নাদালের একটি শট ফেরাতে গিয়ে বাজেভাবে চোট পান জার্মান এই তারকা। কিছুসময় পর উঠে দাঁড়ালেও আর ম্যাচে ফেরা হয়নি তার। এ জয়ে ২২তম গ্র্যান্ড স্ল্যামের পথে আরও একধাপ এগিয়ে গেলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল।’
দ্বিতীয় সেমি-ফাইনাল
‘একই দিন দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই ক্যাসপার রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের প্রথম খেলোয়াড়ও তিনিই।’
৩৬ বছর পূর্ণ করা নাদাল বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে পুরুষ এককে ২১ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন। ফরাসি ওপেনেও রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন তিনি।
দুটি সংখ্যাকেই আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে রোববারের ফাইনালে রুডের মুখোমুখি হবেন নাদাল।
এসএ/