রাশিয়ায় পুতিনের প্রেমিকার সম্মানে ফেস্টিভ্যাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাশিয়ায় পুতিনের প্রেমিকার সম্মানে ফেস্টিভ্যাল

সম্প্রতি রাশিয়ায় আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস উপলক্ষে একটি জিমন্যাস্টিকস উৎসবের আয়োজন করা হয়েছে। বেশ কয়েকটি সংবাদমাধ্যম খবর থেকে জানা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  তথাকথিত প্রেমিকা এলিনা কাবায়েভার সম্মানে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।    

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, মে মাসে আয়োজিত হয়েছে 'এলিনা ফেস্টিভ্যাল', তবে বুধবার (১ জুন) ক্রেমলিনপন্থী টেলিভিশন চ্যানেল রাশিয়া-১ এ এটির প্রিমিয়ার সম্প্রচারিত করা হয়েছে অনুষ্ঠানটি।  

'এলিনা ফেস্টিভ্যাল' এর প্রধান অতিথি ছিলেন এলিনা কাবায়েভাক। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশাত্মবোধক গানের তালে স্টেজে পারফর্ম করছে শত শত শিশু ও জিমন্যাস্ট। 

নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে এলিনাকে কালো ও কমলা রংয়ের ডোরাকাটা ইংরেজি 'জেড' অক্ষরের পটভূমির সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখা গেছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পক্ষে প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই 'জেড'। 

বক্তৃতায় তিনি রাশিয়ার সেনাবাহিনীর প্রশংসা করেন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের সাথে ইউক্রেনে চলমান রাশিয়ান আক্রমণের তুলনা করেন। 

আলিনা কাবাইভা দীর্ঘ ৬ বছর পুতিনের দলের হয়ে সে দেশের পার্লামেন্টের সদস্য ছিলেন। রাশিয়ার সবচেয়ে বড় ব্যক্তি মালিকানাধীন মিডিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হিসেবে মানুষের চোখে পড়েন আলিনা। তার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হয়েছে বলে অভিযোগ পশ্চিমাদের। রুশ প্রেসিডেন্টের ইউনাইটেড রাশিয়ার হয়ে দুমায় ডেপুটির দায়িত্বও পালন করেছেন আলিনা। 

উল্লেখ্য, ৩৮ বছর বয়সী এলিনা কাবায়েভার সাথে নিজের সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি ৬৯ বছর বয়সী পুতিন। তবে মার্কিন কর্মকর্তাদের ধারণা, পুতিনের কমপক্ষে তিন সন্তানের মা এই এলিনা। 

'রাশিয়ার সবেচেয়ে ফ্লেক্সিবল নারী' হিসেবে পরিচিত এলিনা কাবায়েভা পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির হয়ে ছয় বছর সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন। 

এসএ/