ক্ষুধায় কান্না করায় ২ সন্তানকে গলা টিপে হত্যা করল মা!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ছেলে মেয়ের কান্নায় অতিষ্ঠ হয়ে সেই জ্বালা থেকে রক্ষা পেতে ২ বছরের ছেলে ও ১ বছরের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে।
শুক্রবার (৩ জুন) ভারতের মহারাষ্ট্রের নান্দেড়ের পান্ডুরনা গ্রামের একটি মাঠ থেকে দুই খুদের পোড়া দেহাংশ উদ্ধারের পর তাদের মাকে গ্রেফতার করেছেন পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মহিলার নাম ধ্রুপদবাঈ গণপত নিমালওয়াড়। গত ৩১ মে ধ্রুপদবাঈয়ের মাস চারেকের মেয়ে খুব কান্নাকাটি করছিল। কান্না একবারের জন্য থামিয়ে দিতে শিশুটিকে গলা টিপে হত্যা করেন তিনি। তারপর ভাই এবং মায়ের সহযোগিতায় সেই দেহ একটি মাঠে নিয়ে গিয়ে পুড়িয়ে দেন। তার ঠিক পর দিনই ১ জুন ধ্রুপদবাঈয়ের দুই বছরের ছেলে খাবারের জন্য কান্নাকাটি করেছিল। এবারও সেই কান্নায় অতিষ্ঠ হয়ে ওঠেন ধ্রুপদবাঈ। এরপর ভাই এবং মায়ের সহযোগিতায় ঠিক একই ভাবে শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। তারপর সেই দেহ ঠিক একই স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনজন মিলে। কিন্তু বিষয়টি গ্রামেরই কয়েকজন দেখে ফেলেন। তাঁরা পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পর সেই মাঠে যান পুলিশ দেখে পোড়ানোর জন্য চিতা সাজানো হয়েছিল। তখন ও শিশু দুটির দেহাংশ পড়ে ছিল মাঠে। পুলিশ সেগুলি উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। ধ্রুপদবাঈ এবং তাঁর মা ও ভাইকে গ্রেফতার করেছে। কেন মহিলা দুই সন্তানকে খুন করে হত্যা করলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এসএ/