ইউক্রেনে হামলা পুতিনের ঐতিহাসিক ভুল: ম্যাক্রোঁ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনে রুশ অগ্রাসন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ভুল বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি এই হামলার কারণে পুতিন বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন করেছেন বলেও ও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (৩ জুন) আলজাজিরার বরাত ফরাসি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিনকে এ কথা বলেন ম্যাক্রোঁ।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমি তাকে বলেছি তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন।”
বৈশ্বিক রাজনীতি থেকে পুতিনের বিচ্ছিন্নতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি মনে করি তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করাটা সহজ বিষয় কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ার পথ কঠিন।”
কিয়েভ সফরের সম্ভাবনা প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেন, “এমনটা কখনোই হবেনা।”
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সৃষ্টি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট।
এদিকে, এই অভিযানের প্রেক্ষিতে বিশ্বজুড়ে তৈরি হতে থাকা খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন পুতিন। এসময় তিনি তার সরকারের প্রস্তাব পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেন যদি সমুদ্র থেকে মাইন সরিয়ে ফেলে তাহলে তারা খাদ্য বোঝাই জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখবে।
রাষ্টীয় টেলিভিষনে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, “আমরা এখন বিশ্ব খাদ্য বাজারে যা ঘটছে, এই বাজারের উদ্ভূত সমস্যাগুলোর দায়ভার রাশিয়ার উপর চাপানোর চেষ্টা দেখছি।”
এসএ/