কাউন্টিতে আশরাফুলের ১৮২ রানের বিধ্বংসী ইনিংস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ ক্রিকেটের এক সময়কার অন্যতম ব্যাটার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত সেঞ্চুরি, ৯৫ রানের ইনিংসের পর এবার ১৮২ রানের বিধ্বংসী ইনিংস খেললেন।
এর আগে সানডে লিগ ফর লিলাগট ইংল্যান্ডের জন্য এর আগেই দোয়া চেয়েছিলেন তিনি। এবার তার প্রতিফলন ব্যাক্তিগত ১৮২ রান করেছেন তিনি।
কাউন্টি ক্রিকেট লিগে দ্বিতীয় বিভাগের দল লুনিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। মাঠে নামলেই খেলছেন বড় বড় ইনিংস। সর্বশেষ ম্যাচে কোয়ার্নডন ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিধ্বংসী ব্যাট করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
শনিবার (৪ জুন) কোয়ার্নডন ক্রিকেট ক্লাবকে ১৪৩ রানে হারিয়েছে লুনিংটন পোর্ক ক্রিকেট ক্লাব। এদিন আগে ব্যাট করে ২৬৯ রানের সংগ্রহ পায় লুনিংটন। জবাব দিতে নেমে প্রতিপক্ষের বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় কোয়ার্নডন।
লুনিংটনের হয়ে এদিন একাই দুই তৃতীয়য়াংশ রানই করেন আশরাফুল। ওপেনিংয়ে নেমে খেলেছেন ১৮২ রানের ঝোড়ো ইনিংস। ১৩৬ বলে ৩২ চারের পাশাপাশি এই টাইগার ক্রিকেটার হাঁকান দুটি ছক্কাও। স্ট্রাইকরেট ছিল ১৩৩। এমনকি নয় নম্বরে নামা রায়ান ওয়ারকে নিয়ে ১৪৭ রানের জুটি গড়েন আশরাফুল।
বল হাতেও এদিন উজ্জল ছিলেন আশরাফুল। ইনিংসের শুরুতে ছয় ওভার হাত ঘোরান। ১০ রানের বিনিময়ে তুলে নেন দুটি উইকেট। ব্যাটে বলে দারুণ পারফর্ম করে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।
এসএ/