হাঙ্গেরির কাছে হেরে গরমকে দুষলেন ইংল্যান্ড কোচ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হাঙ্গেরির কাছে হেরে গরমকে দুষলেন ইংল্যান্ড কোচ

উয়েফা নেশন্স লিগের শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। নিজেদের প্রথম ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শক্তির বিচারে পিছিয়ে থাকা হাঙ্গেরির বিপক্ষে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে সবশেষ ইউরোর রানার্সআপদের। হয়তো দুঃস্বপ্নেও এমনটা ভাবেনি ইংল্যান্ড। যাদের বিপক্ষে গেল ৬০ বছরে হারের রেকর্ড নেই। সেই হাঙ্গেরির বিপক্ষেই কি না হেরে গেল ইংল্যান্ড!

এমন ব্যর্থতার পর অনেক কথাই উঠছে সংবাদমাধ্যমে। তবে দলটির কোচ সাউথগেট দাবি করছেন, ব্যস্ত সূচি আর গরম এর জন্য অনেকটাই দায়ী।

নেশন্স লিগে শনিবার (৪ জুন) রাতে এ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্বাগতিক হাঙ্গেরি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন হাঙ্গেরির ফুটবলার দমিনিক সোবোসলাই।   

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে জিতেছিল হাঙ্গেরি। ওই ম্যাচে ২-১ গোলে জিতেছিল হাঙ্গেরি। প্রায় ৬০ বছর পর এবার নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে জয় পেল হাঙ্গেরি।

বিবিসির প্রতিবেদনের বরাত ম্যাচটির হতাশা নিয়ে গ্যারেথ সাউথগেট বলেন, ‍“আমাদের মেনে নিতে হবে যে, আমরা জেতার জন্য যথেষ্ট খেলতে পারিনি। তবে হারটাও আশা করেনি, তবে এটাও যে এই ম্যাচে ড্রই ন্যায্য ফলাফল হত। আমরা খুব বেশি সম্ভাবনা তৈরি করিনি এবং প্রকৃত ফল ড্র আসার কথা নয়।”

এরপর গরমকে দায়ী করে সাউথগেট বলেন, “একটি দীর্ঘ মৌসুম যাচ্ছে। গরম একটি কারণ ছিল। খেলোয়াড়দের থেকে অনেক বেশিই শক্তি নিয়ে নিয়েছিল এটি (গরম)। তবে আমরা স্বাভাবিকের চেয়ে আগে দলকে সতেজ করার চেষ্টা করেছি। আমরা খেলোয়াড়দের ওপর এত বেশি কঠোর হতে পারি না। এই ম্যাচগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”

এসএ/