রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

প্রথম ম্যাচে কোন সুবিধা করতে পারেনি সিআর সেভেন। নেশন্স কাপের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠলেন পুর্তগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে দলকে এনে দিলেন বড় জয়। অধিনায়কের নৈপুণ‍্যে সুইজারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে লিগের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল।

রোববার রাতে লিসবনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। তাদের অন্য দুই গোলদাতা উইলিয়াম কারভালহো ও জোয়াও কানসেলো। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ১-১ ড্র করেছিল পর্তুগাল। আর চেক রিপাবলিকের বিপক্ষে হেরেছিল সুইজারল্যান্ড। দুই দলই এদিন দলে ছয়টি পরিবর্তন এনে মাঠে নামে। এদিন রোনালদোর হ্যাটট্রিক হতে পারতো। তবে অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করেন তিনি। ৫৫ ভাগ বল দখলে এগিয়ে থেকে স্বাগতিকরা প্রথমার্ধেই তিন গোল আদায় করে নেয়। ১৫ মিনিটে উইলিয়াম কারভালহো পোস্টের কাছ থেকে ডান পায়ের শটে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন। রোনালদোর নিচু ফ্রি কিক সুইজারল্যান্ডের খেলোয়াড়ের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক গ্রেগর কোবেল। তবে বিপদমুক্ত করতে পারেননি, ফিরতি বল সহজেই লক্ষ্যে পাঠান কারভালহো। 

গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে পর্তুগাল। করতে থাকে একের পর এক আক্রমণ। ৩৫তম মিনিটে আসে দ্বিতীয় গোল। দিয়েগো জোতার এসিস্টে রোনালদো বক্সের প্রান্ত থেকে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। চার মিনিট পর রোনালদো দলকে তৃতীয় গোল উপহার দেন। পোস্টের কাছ থেকে জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। এ নিয়ে জাতীয় দলের হয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১১৭টি।

সাত মিনিটের মধ্যে হ্যাটট্রিকও হতে পারতো তার। তবে কানসেলোর ছয় গজ বক্সে বাড়ানো পাসে রোনালদোর টোকায় পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় বল। বিরতির আগে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জালে বল পাঠান রোনালদো। তবে অফসাইডের বাঁশি বাজার রেফারি। ৬৮তম মিনিটে আবারও গোল। বের্নার্দো সিলভার থ্রু বল ধরতে দারুণ ক্ষিপ্রতায এগিয়ে যান কানসেলো। বুদ্ধিদীপ্ত টোকায় গোলরক্ষককে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার। ৮২তম মিনিটে কেভিন এমবাবু ফাউলের শিকার হলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ফাউলের ঘটনাটি ডি-বক্সের ঠিক বাইরে হওয়ায় ভিএআরে সিদ্ধান্ত পাল্টে দেওয়া হয় ফ্রি কিক। রোনালদোর দারুণ শট রক্ষণ দেয়াল এড়িয়ে লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

হ্যাটট্রিকের এতগুলো সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপ রোনালদোর কিছুটা থাকলেও দলের দারুণ জয়ে উজ্জিবিত সবাই।

তিন বছর আগে ঠিক এই দিনেই রোনালদোর হ্যাটট্রিকে কপাল পুড়েছিল সুইসদের। সেদিন নেশন্স লিগের শেষ চারের লড়াইয়ে ৩-১ গোলে জিতেছিল পর্তুগাল।

গ্রুপ পর্বে দুই রাউন্ড শেষে পর্তুগাল ও চেক রিপাবলিকের পয়েন্ট সমান ৪ করে। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রোনালদোরা।২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেন। 

আগামী বৃহস্পতিবার চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পর্তুগাল। সেদিনই ঘরের মাঠে সুইজারল্যান্ড মুখোমুখি হবে স্পেনের।

এসএ/