সড়ক দূর্ঘটনায় ২২ তীর্থযাত্রী নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সড়ক দূর্ঘটনায় ২২ তীর্থযাত্রী নিহত

ভারতের যমুনোত্রী যাওয়ার পথে উত্তর কাশীর কাছে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস। তাতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৃতের সংখ‍্যা আরও বৃদ্ধি পেতে পারে। 

ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা।
 
ভারতের মধ‍্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা হয়েছিল বাসটি। রবিবার উত্তর কাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকায় খাদে পড়ে যায়। 

উত্তররাখন্ডের ডিজিপি অশোক কুমার সাংবাদিকদের জানিয়েছেন, বাস থেকে ১৫টি মৃতদেহস উদ্ধার করা সম্ভব হয়েছে। ৬ জনকে আহত অবস্থায় তুলে এনে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও রাজ‍্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তারপর আরও একাধিক মৃতদেহ উদ্ধার হয়। 

এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং  আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য  করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখন্ডের মুখ‍্যমন্ত্রী পুস্কর সিংহ ধানির সঙ্গে। অমিত শাহ মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে টুইট ও করেছেন। শোক প্রকাশ করে টুইট করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

এসএ/