ছেলেকে বাঁচাতে জীবন দিলেন বাবা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ছেলেকে বাঁচাতে জীবন দিলেন বাবা

ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু  চাঞ্চল‍্যকর খবর পাওয়া গেছে। 

জানা যায়, ভারতের আসাম রাজ‍্যের করিমগঞ্জ জেলার রাতাবাড়ি রেলস্টেশনে রবিবার সকালে দুল্লভছড়া- করিমগঞ্জগামী যাত্রীবাহী রেলগাড়িতে ওঠার সময়ে নিজের ১০ বছরের ছেলের প্রাণ বাঁচতে গিয়ে পা পিছলে পড়ে যান রাতাবাড়ির বেতুবাড়ি গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সুশীল কুমার সিনহা ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাঁর। 

৪০ বছর বয়সী সুশীলকে বেতুবাড়ি বুথ কমিটির সদস‍্য বলে বিজেপির পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়। তাঁরা তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেন। সঙ্গে পিতৃহারা শিশু সন্তান ও তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। 

খবর পেয়ে রাতাবাড়ির সমষ্টির বিধায়ক বিজয় মালাকারের নির্দেশে করিমগঞ্জ জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, দীপন সিনহা এবং  বিধায়কের প্রতিনিধি ডঃ অরুপ মালাকার দুর্ঘটনাস্থলে যান রেলবিভাগের আধিকারিকের সঙ্গে আলোচনা করে ও দুর্ঘটনায় মৃত যাত্রীর টিকেট রেলবিভাগের হাতে তুলে দেন। 

ময়নাতদন্তের জন‍্য পাঠানোর ব‍্যবস্থা প্রদান করার পাশাপাশি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এসএ/