তেলের দাম বাড়ালো সৌদি আরব, বিশ্ববাজারে অস্থিরতা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


তেলের দাম বাড়ালো সৌদি আরব, বিশ্ববাজারে অস্থিরতা

হটাৎ করেই বিশ্বজুড়ে তেলের বাজারে ব্যাপক পরিবর্তন ঘটাতে যাচ্ছে সৌদি আরব। আগামী জুলাইয়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী কোম্পানি আরামকোর বরাত জানা গেছে বিক্রয় মূল্য জুনে ৪ দশমিক ৪০ ডলার প্রিমিয়াম থেকে বাড়িয়ে ৬ দশমিক ৫০ ডলার প্রিমিয়াম করা হয়েছে। 

এরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জানা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯১ সেন্টস বা শূন্য দশমিক আট শতাংশ বেড়ে ১২০ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দাম ৯৩ সেন্টস বা শূন্য দশমিক আট শতাংশ বেড়ে ১১৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

যদিও আগামী দুই মাসের মধ্যে তেলের উৎপাদন বাড়াতে রাজি হয়েছে তেল রপ্তানিকারকদের সংগঠন ওপেক। এদিকে ইরাকও তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটি জুলাইতে দৈনিক চার লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন করবে।

এদিকে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দুটি কোম্পানিকে ভেনেজুয়েলার তেল ইউরোপে সরবরাহের অনুমোদন দিচ্ছে দেশটি।

জানা গেছে, ইতালীয় তেল কোম্পানি এনি এসপিএ ও স্পেনের রেপসোল এসএ আগামী মাসের মধ্যেই ভেনেজুয়েলার তেল ইউরোপে পাঠানো শুরু করতে পারে।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর একটি চিঠিতে কোম্পানি দুইটিকে শিপমেন্ট পুনরায় শুরু করার অনুমোদন দিয়েছে।

বাইডেন প্রশাসন আশা করছে, ভেনেজুয়েলার তেল ইউরোপকে রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে সহায়তা করবে। এতে বিশ্ব বাজারে তেলের দামে সামান্য প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএ/