কেন পাকিস্তানের ছাগল দুবাই যাচ্ছে?
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আরব ও পাকিস্তানের সম্পর্ক গভীর করতে পাকিস্তান সরকার কতৃর্ক বিশেষ অনুমতিক্রমে দুবাইয়ে রপ্তানি হচ্ছে ১০০টি ছাগল। এটি শাহবাজ শরিফ সরকারের নতুন সিন্ধান্ত। কারণ পাকিস্তানের রপ্তানি নীতি আদেশ ২০২০-এ জীবিত প্রাণী রপ্তানি নিষিদ্ধ ছিলো।
জানা যায়, ১০০টি ছাগল সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জেনারেল শেখ মুহাম্মদ বিন জায়েদের কাছে রপ্তানি করা হবে। আমিরাতি প্রেসিডেন্টের পক্ষ হতে ছাগলগুলো রফতানি করার বিশেষ অনুমোদন চেয়ে পাকিস্তান মন্ত্রিসভার প্রতি আগেই একটি অনুরোধ করা হয়েছিল।
গণমাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানের ‘এক্সপোর্ট পলিসি অর্ডার ২০২০’ অনুযায়ী জীবন্ত কোনো প্রাণি রফতানি করা নিষিদ্ধ ছিলো। আর সেই নিষেধাজ্ঞার কারণে নতুন করে এই ছাগল রপ্তানি করতে শাহবাজ শরিফ সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের জানান, “আরব ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করতেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
এসএ/