মেসি-রোনালদোকে পিছনে ফেললেন হ্যারি কেইন!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেসি-রোনালদোকে পিছনে ফেললেন হ্যারি কেইন!

উয়েফা ন্যাশন্স লিগে দলকে নিশ্চিত হারের মুখ থেকে বাঁচিয়ে এনে নিজের অনন্য এক রের্কড গড়লেন ইংল্যান্ডের সুপারস্টার হ্যারি কেইন।  জার্মানির বিপক্ষে শেষ মুহূর্তে গোল করেন তিনি।  

মঙ্গলবার (৭ জুন) রাতে জার্মানির বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে ইংলিশরা। দলটির হয়ে শেষদিকে পেনাল্টি থেকে গোল পান হ্যারি কেইন। ম্যাচটিতে দেশের হয়ে ৫০তম গোল করার মাইলফলকে পৌঁছান তিনি। একইসাথে ফুটবল বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো থেকে কম ম্যাচ খেলে গোলের অর্ধশতক পূর্ণের কীর্তি গড়েন টটেনহ্যামের এই তারকা স্ট্রাইকার।

জাতীয় দলের জার্সিতে হ্যারি কেইনের ৫০তম গোল করতে খেলতে হয়েছে ৭১ ম্যাচ। আর মাত্র ৩টি গোল করলেই দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনিকে ছাড়িয়ে যাবেন তিনি। অবশ্য নিজের ৫০তম গোলের মাইলফলকে পৌঁছাতে রুনির ছেয়ে কম ম্যাচ খেলেছেন ইংলিশ অধিনায়ক।

শুধু দেশের কিংবদন্তি ওয়েন রুনি নয়, কেইন ব্যক্তিগত অর্জনে পৌঁছাতে খেলেছেন মেসি ও রোনালদোর থেকে কম ম্যাচ। আর্জেন্টিনার জার্সি গায়ে ৫০ গোল করতে মেসির লেগেছিল ১০৭ ম্যাচ। আর পর্তুগালের হয়ে একই মাইলফলকে পৌঁছতে রোনালদোর লেগেছিল ১১৪ ম্যাচ। 

এসএ/