সাকির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জিএম কাদেরের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
“সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজনীতিবিদের ওপর এমন ন্যক্কারজনক হামলা কখনও মেনে নেওয়া যায় না। জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে, রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দূর্বৃত্তায়নের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সবসময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।”
বুধবার (৮ জুন) এক বিবৃতিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
একইসঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
কাদের বলেন, “সাকির ওপর হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িত হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।”
এসএ/