যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৪, নিখোঁজ ১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রশিক্ষণরত একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা ৫ জনের অন্য ১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিউইয়ার্ক পোস্টের খবরে জানা যায়, বুধবার (৮ জুন) ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনা সীমান্তের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে স্থানীয় সময় দুপুর দুই টার কিছুক্ষণ আগে দেশটির সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
খবরে জানা, বিধ্বস্ত এই সামরিক উড়োজাহাজটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই উড়োজাহাজটি পরিচালনা করে থাকে। বিমানটি বিধ্বস্তের সময় তাকে ৫ জন ছিল। উদ্ধারকারীরা বিমানে থাকা পঞ্চম ব্যক্তির সন্ধান করছেন।
থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল এ তথ্য নিশ্চিত করেছেন। বিধ্বস্ত বিমানটিতে কোনো পারমাণবিক পদার্থ ছিল না বলেও জানিয়েছেন তিনি।
এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হচ্ছে এমন একটি বিমান যেটি ‘খাড়াভাবে টেকঅফ ও অবতরণ’ করতে পারে। সামরিক এই উড়োজাহাজটি ঘূর্ণনশীল ডানা রয়েছে যার মাধ্যমে এটিকে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যেতে পারে। আবার একই সঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে।
তবে এর আগেও একই ধরণের সামরিক বিমান ব্যবহার করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। যার মধ্যে গত মার্চ মাসে নরওয়েতে একটি দুর্ঘটনা ছিল অন্যতম। সেসময় এই ধরণের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন সেনা নিহত হন।
এসএ/